Moon Traffic Jam: চাঁদের চারপাশে ট্রাফিক জ্যাম! চন্দ্রযান-3 একা নয়, কক্ষপথে চরকিপাক আরও একাধিক স্যাটেলাইটের

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 10, 2023 | 7:10 PM

Current Lunar Traffic: চাঁদের কক্ষপথে আরও একাধিক কার্যকলাপ হতে চলেছে। তার ফলেই সেখানে একপ্রকার ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। 2023 সালের জুলাই মাস পর্যন্ত চাঁদ মোট ছয়টি সক্রিয় চন্দ্র কক্ষপথ এবং আরও বেশ কিছু মিশনের একটি আলোড়ন কেন্দ্রে পরিণত হতে চলেছে।

Moon Traffic Jam: চাঁদের চারপাশে ট্রাফিক জ্যাম! চন্দ্রযান-3 একা নয়, কক্ষপথে চরকিপাক আরও একাধিক স্যাটেলাইটের
এই মুহূর্তে চাঁদের ছয় মিশন।

Follow Us

পৃথিবী ছাড়িয়ে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে চন্দ্রযান-3। তবে এই মুহূর্তে কেবল ভারতের স্যাটেলাইটই যে চাঁদের কক্ষপথে একমাত্র যান হিসেবে অগ্রসর হচ্ছে তা নয়। চাঁদের কক্ষপথে আরও একাধিক কার্যকলাপ হতে চলেছে। তার ফলেই সেখানে একপ্রকার ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়েছে। 2023 সালের জুলাই মাস পর্যন্ত চাঁদ মোট ছয়টি সক্রিয় চন্দ্র কক্ষপথ এবং আরও বেশ কিছু মিশনের একটি আলোড়ন কেন্দ্রে পরিণত হতে চলেছে।

এই ঘটনাকে বলা হচ্ছে লুনার ট্রাফিক। এই মুহূর্তের লুনার ট্রাফিকে রয়েছে নাসার লুনার রিকনেসান্স অর্বিটার (LRO), আর্টেমিসের অন্তর্ভুক্ত নাসার থেমিস মিশনের দুটি প্রোব, ভারতের চন্দ্রযান-2, কোরিয়া পাথফাইন্ডার লুনার অর্বিটার (KPLO) এবং নাসার ক্যাপস্টোন।

LRO লঞ্চ করা হয়েছিল 2009 সালের জুন মাসে, যা 50-200 কিলোমিটার উচ্চতায় চাঁদকে প্রদক্ষিণ করে এবং চন্দ্রপৃষ্ঠের একটি হাই-রেজ়োলিউশন মানচিত্র দিতে পেরেছে। ARTEMIS P1 এবং P2 যান দুটি 2011 সালের জুন মাসে চাঁদের কক্ষপথে প্রবেশ করে। প্রায় 100 কিলোমিটার x 19,000 কিলোমিটার উচ্চতার স্থিতিশীল নিরক্ষীয়, উচ্চ-অকেন্দ্রিক কক্ষপথে কাজ করে যাচ্ছে এই যান দুটি।

এদিকে 2019 সালে চন্দ্রযান-2 তার বিক্রম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলা সত্ত্বেও, 100 কিলোমিটার উচ্চতার মেরু কক্ষপথে কাজ চালিয়ে যাচ্ছে। চাঁদের এহেন ট্রাফিকে যথেষ্ট অবদান রয়েছে কেপিএলও এবং ক্যাপস্টোনেরও। এদের মধ্যে ক্যাপস্টোন একটি নিয়ার-রেকটিলিনিয়ার হ্যালো অরবিটে (এনআরএইচও) কাজ করে।

চাঁদের কক্ষপথে আরও ট্রাফিকের সম্ভাবনা

আগামী দিনে চাঁদের কক্ষপথ আরও ব্যস্ততম হতে চলেছে। কারণ, 10 অগস্ট, বৃহস্পতিবার রাশিয়া তার লুনা 25 মিশন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে, স্যাটেলাইটটি চাঁদের কক্ষপথে চলে আসবে চলতি বছরেরই 16 অগস্ট নাগাদ। এই মিশনের লক্ষ্য হল, চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণ করা এবং তার মধ্যে দিয়ে 47 বছরের বিরতির পর চন্দ্রপৃষ্ঠে রাশিয়ার প্রত্যাবর্তন চিহ্নিত করা। লুনা 25 প্রায় 100 কিলোমিটার উচ্চতার কক্ষপথে চন্দ্রের কক্ষপথে যোগ দেবে এবং 21 থেকে 23 আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।

লুনা 25 ছাড়াও নাসার আর্টেমিস প্রোগ্রাম চলমান চন্দ্র অভিযানের পরিকল্পনা করছে। আর্টেমিস 1 হল একটি ক্রুবিহীন পরীক্ষামূলক ফ্লাইট, যা 2022 সালের শেষ দিকে চাঁদের বাইরে প্রদক্ষিণ করেছিল। ভবিষ্যতের আর্টেমিস মিশনগুলিও চাঁদের কক্ষপথে ট্রাফিকের সৃষ্টি করবে বলেই মনে করা হচ্ছে। চন্দ্রাভিযানের ক্রমবর্ধমান সংখ্যার সঙ্গেই চাঁদে বৈজ্ঞানিক আবিষ্কার এবং অনুসন্ধানের জন্য সেটি একটি হটস্পট হয়ে উঠেছে।

Next Article