‘চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে’—নদী মানেই সদা প্রবাহমান। সময়ের মতোই যাকে আটকানো মানুষের সাধ্য নয়। সেই নদী যদি হঠাৎই থেমে যায়! ভাবছেন এমনটা কখনই হবে না। ওসব পৌরাণিক সিনেমাতেই সম্ভব। তবে আজ এই খবর আপনার জন্য। এখানে যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, নদীর পাশ থেকে হাঁটতে শুরু করলেই নদীর প্রবাহ থেমে যাচ্ছে। যেন মুহূর্তেই ছবি হয়ে গেছে নদীটি। আবার ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লেই আবার আপন ছন্দে বয়ে চলেছে নদী। এ কেমন অদ্ভুত কাণ্ড বলুন তো! পৃথিবীতে ঘটে চলা অনেক কিছুরই কারণ খুঁজে পাওয়া যায় না। তাই হয়তো এমন বহু জিনিস আছে, যাদের আপাতদৃষ্টিতে অলৌকিক বলে মনে হয়। কিন্তু সেই সব কিছুর মধ্যেই বিজ্ঞান খোঁজার চেষ্টা করেন বিজ্ঞানীরা। আপনি এই পৃথিবীতে যা কিছু দেখছেন, তা আসলেই ঘটছে। কিন্তু অনেক সময় এমনও হয়, যা আপনি দেখতে পাচ্ছেন, তা আদতে ঘটছে না। এটাকেই জাদু, অলৌকিক কোনও জিনিস মনে করেন বহু মানুষ। বাস্তবটা একেবারেই আলাদা।
আসলে ঘটছে না, অথচ আপনি দেখতে পাচ্ছেন, এমন কিছুকে বিজ্ঞানের ভাষায় অপটিক্যাল ইলিউশন বলা হয়। এমন কোনও ছবি বা দৃশ্য, যা মানুষের মস্তিষ্ক এবং চোখে ধাঁধা লাগিয়ে দেয়। একেই অপটিক্যাল ইলিউশন বলে। এই ধরনের ছবিতে মানুষ ভুল জিনিস দেখে, যা আদৌ তাতে নেই। শুধু ছবি নয়, এই ধরনের ইলিউশন ভিডিয়োর ক্ষেত্রেও তা ঘটতে পারে। সম্প্রতি এই নদী নিয়েও একই বিভ্রান্তি দেখা দিয়েছে মানুষের, যাকে মানুষ একটি অনন্য নদী বলে ভুল করছে। কিন্তু না, আদতেই তেমন কিছু হচ্ছে না। আসলে ঘটনাটা কী ঘটছে? বিজ্ঞান কী বলছে? চলুন জেনে নেওয়া যাক।
এই আশ্চর্যজনক ভিডিয়োটি @amazingsciencez ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। একজন মহিলা এই ভিডিয়োটি রেকর্ড করছেন। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরা নিয়ে হাঁটতে শুরু করলেই নদীটি থেমে যাচ্ছে, মনে হচ্ছে যেন নদীটি পাথরের মতো স্থির। কিন্তু মহিলাটি ক্যামেরা নিয়ে থামার সঙ্গে সঙ্গে নদীটি আবার বইতে শুরু করছে। মহিলাটি একটি গাড়িতে বসে আছেন। গাড়ি চলতে শুরু করলে, বরফের চাদর এবং সামনের কাঠের ডালগুলোও নড়তে শুরু করে। কিন্তু নদী থেমে আছে। গাড়ি থামলে সামনের সব কিছু থেমে যায় এবং নদী আবার চলতে শুরু করে। ভাইরাল হওয়া এই নদীর ভিডিয়োটি এখনও পর্যন্ত 15 লাখেরও বেশি ভিউ পেয়েছে।
এবিষয়ে বিজ্ঞান কী বলছে?
বিজ্ঞান কিন্তু বলছে অন্য কথা। এটা শুধুই চোখের কৌশল। আপনি এটিকে অপটিক্যাল ইলিউশন বলতে পারেন। বিজ্ঞানীদের মতে, অপটিক্যাল ইলিউশনের কারণে এটি ঘটছে। অর্থাৎ কোনও মানুষের তা কম, আবার কোনও মানুষের ক্ষেত্রে বেশি হতে পারে। একটি সাইকোলজিক্যাল তত্ত্ব বলছে, অপটিক্যাল ইলিউশন হল এমন ধরনের ছবি বা ভিডিয়ো, যার মধ্যে লুকিয়ে থাকে বিভিন্ন ধরনের বিষয়। মানুষের দৃষ্টিকোণ বিশেষে তা আলাদা আলাদা হয়। অর্থাৎ, এক একজনের দৃষ্টি এক একরকম হয়। তাই ছবিটি আপনি যেভাবে দেখছেন, আপনার পাশের মানুষটি তেমনভাবে নাও দেখতে পারে।