Female Spiders Mating: সঙ্গমের পর গিলে খাবে সঙ্গিনী, জেনেও যৌনতায় সাড়া দেয় পুরুষ মাকড়সা!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 08, 2023 | 12:38 PM

Funnel Weav Spiders Unknown Facts: কিছু প্রজাতির মাকড়সার মধ্যে এক অদ্ভুত রকমের যৌন জীবন লক্ষ্য করা যায়। তা হল যৌনতার পরে, পুরুষ মাকড়সাটি মহিলা মাকড়সার শিকারে পরিণত হয়।

Female Spiders Mating: সঙ্গমের পর গিলে খাবে সঙ্গিনী, জেনেও যৌনতায় সাড়া দেয় পুরুষ মাকড়সা!

Follow Us

Latest Science News: যে কোনও প্রাণীর যৌন জীবন সম্পর্কে জানা সাধারণ মানুষের সাধ্য নেই। যতক্ষণ না তাদের যৌন জীবন নিয়ে বিজ্ঞানীরা কোনও তথ্য দিচ্ছেন। তা উপর যদি তা মাকড়সা হয়, তাহলে তো কথাই নেই। আপনি শুনলে হেসে উঠবেন, তবে মাকড়সার তৈরি জাল যত জটিল, তাদের যৌন জীবনই ততটাই জটিল। একথাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাদের যৌনতা নিয়ে গবেষণা করতে গিয়ে অবাক হয়েছেন বিজ্ঞানীরাও। তারা জানাচ্ছেন, কিছু প্রজাতির মাকড়সার মধ্যে এক অদ্ভুত রকমের যৌন জীবন লক্ষ্য করা যায়। তা হল যৌনতার পরে, পুরুষ মাকড়সাটি মহিলা মাকড়সার শিকারে পরিণত হয়। যদিও সেই জন্য বেশ ভয়েই থাকে পুরুষ মাকড়সাটি। কিন্তু আশ্চর্যের বিষয়, যৌনতার সময় যাতে পুরুষ মাকড়সাটি কোনও রকম ভয় পেয়ে ব্যঘাত না ঘটায়, তাই তারা মরে যাওয়ার ভান করে। চলুন এই বিষয়ে বিজ্ঞানীরা কী জানাচ্ছেন, দেখে নেওয়া যাক।

একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে , ফানেল বুনন প্রজাতির মাকড়সা যৌনতার সময় খুব অদ্ভুত আচরণ করে। এই প্রজাতির মহিলা মাকড়সারা এমন ভান করে যেন তারা মরে গিয়েছে। যাতে পুরুষ মাকড়সাটি ভয় না পায় যে, সে সেই মহিলাটির কাছে এসে বিপদে পড়েছে। কারণ সঙ্গম শেষ হয়ে গেলেই মহিলাটি পুরুষটিকে খেয়ে ফেলে।

মহিলা মাকড়সাগুলি কেন এমন কাজ করে?

এই মাকড়সাকে ​​ফানেল উইভার এবং ফানেল ওয়েব স্পাইডারও (Funnel Weav Spiders) বলা হয়। এই মাকড়সাগুলি পাতলা হয় এবং দ্রুত চলাচল করে। তারা একটি ফানেলের আকারে তাদের জাল তৈরি করে। আর সেই জালে আটকে যায় পুরুষটি। অর্থাৎ বলা যায়, তারা এমন একটি ফাঁদ তৈরি করে যাতে সঙ্গমের পরে পুরুষ সঙ্গীকে মেরে ফেলা এবং খাওয়া সহজসাধ্য হয়ে যায়। এমতাবস্থায় যৌনমিলন পুরুষটির জন্য কম আনন্দদায়ক এবং অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। শুধু তাই-ই নয়, সঙ্গমের পরে মৃত্যু অবধারিত জেনেও পুরুষরা লিপ্ত হয় যৌনতায়। এতটুকু পড়ে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে: জেনেবুঝেও কেন এই ফাঁদে পা দেয় পুরুষ মাকড়সার দল? বিজ্ঞানের কাছে অবশ্য এর কোনও সদুত্তর আপাতত নেই।

পুরুষ মাকড়সাটি বিশ্বাস কীভাবে করে ফেলে যে মহিলাটি মারা গিয়েছে?

এই প্রজাতির মাকড়সা সঙ্গমের সময় একটি অস্বাভাবিক আচরণ করে। এতে মহিলাটি তার পা ভাঁজ করে এবং স্থির হয়ে যায়, এমন ভান করে যেন সে মারা গিয়েছে। এটা দেখার পর পুরুষটি আশ্বস্ত হয় যে, এখন মহিলাটি তাদের আক্রমণ করবে না।

বিভিন্ন প্রাণীর জীবনযাত্রা আলাদা। মানুষের কাছে হয়তো সেটাই অদ্ভুত। যৌন জীবনও প্রাণী বিশেষে ভিন্ন। মাকড়সার ক্ষেত্রে সেটা অনেকটা আলাদা। সঙ্গম শেষে পুরুষ মাকড়সার মৃত্যু নিঃসন্দেহে আশ্চর্যের। আরও কত প্রাণীর যৌন জীবন এমনই অবাক করা। বিজ্ঞানীদের হাত ধরে আগামীতে সামনে আসবে আরও অজানা তথ্য।

Next Article