Teenage Brains: কিশোর মস্তিষ্ক মায়ের কণ্ঠ উপেক্ষা করে কেন? উত্তর খুঁজে পেলেন গবেষকরা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 17, 2022 | 6:59 PM

Teenagers Ignorance To Mother: সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি কিশোর ও কিশোরী র‌্যান্ডম অর্ডারে তাঁদের নিজের মা এবং অপরিচিত মহিলাদের দ্বারা বাজে শব্দ রেকর্ডিংয়ের বেশ কয়েকবার রিপিট করে শুনেছিল। 97 শতাংশের বেশি সময় তাঁরা তাঁদের মায়েদের কণ্ঠস্বর চিনতে সক্ষম হয়েছিল।

Teenage Brains: কিশোর মস্তিষ্ক মায়ের কণ্ঠ উপেক্ষা করে কেন? উত্তর খুঁজে পেলেন গবেষকরা
প্রতীকী ছবি।

Follow Us

Ignorance To Mother’s Voice: যাই বলা হবে তাঁদের, সবেতেই যেন একটা ইগনোর ভাব! এমনটা অনেক অভিভাবকই মনে করেন যে, তাঁদের কিশোর-কিশোরীদের নিয়ন্ত্রণ করাটা কতটা কঠিন কাজ। বিশেষ করে তাঁদের এই অ-প্রতিক্রিয়াশীল আচরণের জন্য। সম্প্রতি স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিনের একটি সমীক্ষায় কিশোর-কিশোরীদের তাঁদের অভিভাবকের প্রতি এমন অ-প্রতিক্রিয়াশীল আচরণের একটি সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে। গবেষকরা দাবি করেছেন, টিনেজাররা তাঁদের অভিভাবকের যে কোনও কথায়, যে কোনও পরামর্শে প্রতিক্রিয়া জানাতে ‘সমান ফলপ্রসূ’ বলে মনে করেন না।

কিশোর-কিশোরীরা কীভাবে তাঁদের পিতামাতা থেকে দূরে সরে যেতে শুরু করে, তার একটি নিউরোবায়োলজিকাল উত্তর দেওয়ার জন্য গবেষণায় কার্যকরী এমআরআই স্ক্যান ব্যবহার করা হয়েছে। গবেষকরা দেখেছেন, কিশোর-কিশোরীরা তাঁদের প্রাক-কিশোর পর্যায়ের সময় যে ভাবে বাবা-মায়ের ভয়েস রেজিস্টার করত, টিনেজ সময়ে পদার্পণ করে সেভাবে আর করছে না।

পরীক্ষা করতে গবেষকরা কিশোর-কিশোরীদের মায়েদের দিয়ে তিনটি বাজে কথা বলিয়ে রেকর্ড করেছেন। সেই কথাগুলির মোট ডিউরেশন এক সেকেন্ডেরও কম। এই শব্দগুলি ব্যবহার করার পিছনে ধারণাটি ছিল, শব্দের অর্থ বা সংবেদনশীল বিষয়বস্তুর প্রতিক্রিয়া উস্কে না দেওয়া। অন্য দিকে আবার গবেষণার সঙ্গে অপরিচিত দুজন মা’কে তাঁদের সন্তানের জন্য একই কথা বলিয়ে রেকর্ড করা হয়েছিল।

সমীক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি কিশোর ও কিশোরী র‌্যান্ডম অর্ডারে তাঁদের নিজের মা এবং অপরিচিত মহিলাদের দ্বারা বাজে শব্দ রেকর্ডিংয়ের বেশ কয়েকবার রিপিট করে শুনেছিল। 97 শতাংশের বেশি সময় তাঁরা তাঁদের মায়েদের কণ্ঠস্বর চিনতে সক্ষম হয়েছিল। পরে তাঁদের একটি এমআরআই স্ক্যানারে রাখা হয়েছিল, যেখানে তাঁরা আবার ওই একই ভয়েস রেকর্ডিংগুলি শুনেছিল। এক্ষেত্রে তাঁরা পরিবারে সারাদিন যে শব্দগুলি সবথেকে বেশি চলতে থাকে, যেমন ওয়াশিং মেশিন, ডিশওয়াশার ইত্যাদি শব্দগুলিকেও শোনানো হয়, যাতে বোঝা যায় মস্তিষ্ক কীভাবে কণ্ঠস্বর বনাম অসামাজিক শব্দগুলির বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়।

গবেষকরা লক্ষ্য করেছেন যে, কিশোর-কিশোরীদের মধ্যে সমস্ত কণ্ঠস্বর ছোট বাচ্চাদের তুলনায় মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলে বেশি সক্রিয়তা দেখিয়েছে। কিশোর বয়সের সঙ্গে কণ্ঠস্বরের প্রতি মস্তিষ্কের প্রতিক্রিয়া বৃদ্ধি পায় এবং কিছু দিক থেকে সম্পর্কটি এতটাই শক্তিশালী ছিল যে, গবেষকরা তাঁদের প্রকৃত বয়স কত ছিল তা বোঝাতে ভয়েস-প্রতিক্রিয়া তথ্য ব্যবহার করেন।

তবে কিশোর-কিশোরীদের মধ্যে অপরিচিত কণ্ঠ সিস্টেমের নিউক্লিয়াস অ্যাকম্বেন্সে এবং সামাজিক তথ্যের মূল্য নির্ধারণের সঙ্গে জড়িত একটি অঞ্চল ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্সে মায়ের কণ্ঠের চেয়ে বেশি ক্রিয়াকলাপ তৈরি করে। 13 থেকে 14 বছর বয়সের মধ্যে এই মস্তিষ্কের কেন্দ্রগুলিতে অপরিচিত কণ্ঠের দিকে স্যুইচ হয়েছিল।

এই গবেষণার সিনিয়র লেখক, বিনোদ মেনন, পিএইচডি ব্যাখ্যা করেছেন, “একটি শিশু এক পর্যায়ে স্বাধীন হয়ে ওঠে এবং একটি অন্তর্নিহিত জৈবিক সংকেত দ্বারা প্ররোচিত হতে হয়। এই সমীক্ষা থেকে আমরা উদঘাটন করেছি: একটি সংকেত যা কিশোর-কিশোরীদের বিশ্বের সঙ্গে যুক্ত হতে এবং সংযোগ তৈরি করতে সাহায্য করে যা তাঁদের পরিবারের বাইরে সামাজিকভাবে পারদর্শী হতে দেয়।”

তিনি আরও যোগ করে বললেন, “আমাদের অনুসন্ধানগুলি দেখায় যে, এই প্রক্রিয়াটি নিউরোবায়োলজিকাল পরিবর্তনের মধ্যে নিহিত। যখন কিশোর-কিশোরীরা তাঁদের বাবা-মায়ের কথা না শুনে বিদ্রোহ করছে বলে মনে হয়, তখন তাঁরা তাঁদের বাড়ির বাইরের কণ্ঠস্বরের প্রতি আরও মনোযোগ দিতে বাধ্য হয়।”

Next Article