Snapchat Content Controls: খারাপ কনটেন্ট থেকে দূরে রাখুন সন্তানকে, Snapchat নিয়ে এল নতুন ফিচার

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 19, 2023 | 10:48 AM

Snapchat New Features: স্ন্যাপচ্যাট সম্প্রতি তার ফ্যামিলি সেন্টারে একটি নতুন 'Content Controls' ফিচার এনেছে। Snapchat-এই নতুন ফিচারের সাহায্য়ে অভিভাবকরা সেই সব কনটেন্টগুলিকে কন্ট্রোল করতে পারবেন, যেগুলি তারা তাদের সন্তানকে দেখাতে চান না।

Snapchat Content Controls: খারাপ কনটেন্ট থেকে দূরে রাখুন সন্তানকে, Snapchat নিয়ে এল নতুন ফিচার

Follow Us

Snapchat Content Controls Feature: বেশ কয়েক বছর ধরে ভারতে Snapchat-এর ব্য়বহার বেড়েছে। ছবি তোলা থেকে ভিডিয়ো করা, সব কিছুর ক্ষেত্রেই বর্তমানে কিশোর-কিশোরীরা এই অ্য়াপটির মুখাপেক্ষী হয়েছে। আর স্বাভাবিকভাবেই যে কোনও অ্য়াপের ব্য়বহার যত বাড়বে, ততই তাতে মানুষ অনেক ধরনের কনটেন্ট বানানো শুরু করবে ভাইরাল হওয়ার জন্য়। আর তার মধ্য়ে এমন কিছু ভিডিয়ো থাকছে, যা অন্য় সব কিশোর-কিশোরীদের মনে খারাপ প্রভাব ফেলছে। এই কনটেন্টগুলিকে কন্ট্রোল করার জন্য় Snapchat একটি নতুন ফিচার এনেছে। স্ন্যাপচ্যাট সম্প্রতি তার ফ্যামিলি সেন্টারে একটি নতুন ‘Content Controls’ ফিচার এনেছে। Snapchat-এই নতুন ফিচারের সাহায্য়ে অভিভাবকরা সেই সব কনটেন্টগুলিকে কন্ট্রোল করতে পারবেন, যেগুলি তারা তাদের সন্তানকে দেখাতে চান না। অর্থাৎ যদি আপনার বাড়ির কোনও কিশোরী Snapchat ব্যবহার করে, তাহলে আপনি তাকে কী বিষয়বস্তু দেখানো হবে তা নিয়ন্ত্রণ করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক Snapchat-এর নতুন কন্টেন্ট কন্ট্রোল ফিচার কীভাবে কাজ করে।

Snapchat কন্টেন্টের বিষয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে, তাতে কোন ধরনের কনটেন্ট কন্ট্রোল করা যাবে, তার একটি তালিকা রয়েছে। অর্থাৎ কোন ধরনের কনটেন্টের বিষয়বস্তু ‘সংবেদনশীল’ (sensitive) তাও বোঝানো হয়েছে। এই নির্দেশিকাগুলি অভিভাবকদের বুঝতে সাহায্য করে যে, কোন ধরনের বিষয়বস্তু তাদের কিশোরদের জন্য উপযুক্ত এবং কোনটি নয়। এছাড়াও এই নির্দেশিকাটি অভিভাবকদের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে শিক্ষিত করতে সাহায্য করে, যাতে তারা তাদের সন্তানদের অনলাইনে নিরাপদ রাখতে পারে।

এই ফিচার চালু করবেন কী করে?

এই নতুন ফিচারটি চালু করতে, অভিভাবকদের তাদের সন্তানদের সঙ্গে একটি Family Center account তৈরি করতে হবে। তারপরে ‘Restrict Sensitive Content’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি যে যে কনটেন্টগুলি দেখাতে চান না, সেগুলিকে ব্লক করতে হবে। এতে আপনার সন্তান সেই সব ভিডিয়ো বা কনটেন্ট দেখতে পাবে না যেগুলি আপনি ব্লক করেছে।

শুধু এই ফিচারই নয়, স্ন্যাপচ্যাটে আরও অনেক টুল যোগ করা হবে:

Snapchat বর্তমানে তার ফ্যামিলি সেন্টারের জন্য নতুন টুল ডেভেলপ করছে, যার মধ্যে ‘My AI’ চ্যাটবট রয়েছে, যা শুধুমাত্র Snapchat+ গ্রাহকরাই ব্য়বহার করতে পারবেন।

Next Article