বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, কোথায় কোথায় দেখা যাবে?

Dec 14, 2020 | 2:28 PM

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করে। আর সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে ফেলে।

বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, কোথায় কোথায় দেখা যাবে?
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

Follow Us

বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে আজ। সূর্যকে ঢেকে দেবে চাঁদ। তৈরি হবে আগুনের আংটি বা ‘রিং অফ ফায়ার’।

ভৌগলিক নিয়ম অনুসারে পৃথিবী, চাঁদ এবং সূর্য মহাকাশে নিজ নিজ কক্ষপথে ঘুরছে। এই অবস্থায় এক সময়ে সূর্য, চাঁদ এবং পৃথিবী এক সরলেখায় অবস্থান করে। সেই সময় চাঁদ থাকে পৃথিবী এবং সূর্যের মাঝখানে। এর ফলে তখন সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছনোর পথে বাধা পায়। এই বাধা সৃষ্টি করে চাঁদ। সেই সময় চাঁদের একটা অংশ সূর্যকেও আংশিক ভাবে ঢেকে দেয়। আর এই অবস্থাকেই বলে সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে অবস্থান করে। আর সূর্যকে প্রায় পুরোপুরি ঢেকে ফেলে। চাঁদের এভাবে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলার ঘটনাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এক্ষেত্রে দেখা যায় সৌরমুকুট।

একনজরে আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ-

১। ১৪ ডিসেম্বর আজ বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। যদিও ভারতে এই গ্রহণের প্রভাব পড়বে না। তবে আগ্রহীরা নাসার লাইভ স্ট্রিমিংয়ের দৌলতে এই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে পারবেন।

২। দক্ষিণ পশ্চিম আফ্রিকার কিছু অংশ, আমেরিকার দক্ষিণ অংশ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এবং মেক্সিকোর কিছু অংশ থেকে গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

৩। আর্জেন্টিনার সিয়েররা কলোরাডো-র ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে সবচেয়ে স্পষ্ট ভাবে দেখা যাবে আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

৪। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে দুটি সূর্যগ্রহণ হবে। তার মধ্যে একটি হবে বছরের মাঝখানে, ১০ জুলাই। আর দ্বিতীয়টি হবে ডিসেম্বরের ৪ তারিখ। জানা গিয়েছে, আগামী বছর জুন মাসের সূর্যগ্রহণ হবে অ্যানুলার সোলার ইক্লিপস বা সূক্ষ্ম সূর্যগ্রহণ।

৫। ভারতীয় সময় অনুসারে আজ সন্ধ্যা ৭টা ০৩মিনিটে গ্রহণ শুরু হবে। চলবে রাত ১২টা ২৩মিনিট পর্যন্ত। পূর্ণগ্রাস শুরু হবে রাত ৮টা ০৩মিনিটে। সর্বাধিক গ্রহণ হবে রাত ৯টা ৪৩মিনিটে। আর পূর্ণগ্রাস শেষ হবে রাত ১১টা ২৪মিনিটে।

৬। দক্ষিণ আমেরিকার চিলি এবং আর্জেন্টিনা থেকে সবচেয়ে স্পষ্ট ভাবে দেখা যাবে আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

৭। চিলি এবং আর্জেন্টিনায় প্রায় ২মিনিট ১০সেকন্ড ধরে সূর্যগ্রহণের প্রভাব থাকবে। এই সময় আকাশ থাকবে অন্ধকার। কারণ সূর্যকে সম্পূর্ণ ভাবে ঢেকে দেবে চাঁদ।

৮। দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগ এবং আফ্রিকার দক্ষিণ-পশ্চিম অংশ ও অ্যান্টার্কটিক থেকেও আংশিক ভাবে দেখা যাবে আজকের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

Next Article