ভুয়ো মেলে ভরে রয়েছে Gmail, এক ক্লিকে সমাধানের উপায় দিল Google

Spam Emails: ভুয়ো মেলের সমস্যা থেকে মুক্তি পেতে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল (Google)। এখন কেউ যদি বাল্ক বা স্প্যাম ইমেল পাঠাতে চান, তবে তাকে গুগলের নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ খুব শীঘ্রই আপনি স্প্যাম ইমেইল থেকে মুক্তি পাবেন।

ভুয়ো মেলে ভরে রয়েছে Gmail, এক ক্লিকে সমাধানের উপায় দিল Google
Follow Us:
| Updated on: Feb 13, 2024 | 8:10 PM

জিমেল খুললেই শুধু অপ্রয়োজনীয় মেলে ভর্তি থাকে? ফলে দরকারি ইমেল খুঁজে পাওয়া দায় হয়ে যায়। আবার স্টোরেজ ভর্তি হয়ে গেলে তো, কোনও ইমেল ঢুকতেই চায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে কড়া পদক্ষেপ নিয়েছে গুগল (Google)। এখন কেউ যদি বাল্ক বা স্প্যাম ইমেল পাঠাতে চান, তবে তাকে গুগলের নতুন নির্দেশিকা মেনে চলতে হবে। অর্থাৎ খুব শীঘ্রই আপনি স্প্যাম ইমেইল থেকে মুক্তি পাবেন।

গুগলের নতুন নীতি…

বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা প্রচুর পরিমাণে ইমেল পাঠায়, তারা আর সেই অত পরিমান ইমেল পাঠাতে পারবে না। গুগলের নতুন নীতির অধীনে, তাদের প্রথমে তাদের মেসেজগুলির প্রমাণীকরণ (authenticate) করতে হবে। এছাড়াও , ইমেল শুধুমাত্র সেই সমস্ত লোকদের পাঠানো হবে, যারা সেই সব মেলে অনুমতি দেবে। অর্থাৎ এবার থেকে আপনি ঠিক করে নিতে পারবেন, যে আপনি স্প্যাম ইমেল চান নাকি চান না।

অবাঞ্ছিত ইমেল থেকে মুক্তি পাবেন…

গত বছর অর্থাৎ 2023-এ গুগল একটি ব্লগপোস্টে জানিয়েছিল যে, অবাঞ্ছিত ইমেল বন্ধ করতে আপনাকে শুধুমাত্র একটি ক্লিক করতে হবে। এর জন্য, আনসাবস্ক্রাইব বোতামটি ইমেলে পাওয়া যাবে। কারো ইমেইল পছন্দ না হলে এই বাটনে ক্লিক করতে পারেন। এর পরে আপনি ইমেল পাবেন না। বাল্ক বা স্প্যাম ইমেল প্রেরকদের অবশ্যই দুই দিনের মধ্যে সেই আনসাবস্ক্রাইব রিকুয়েস্ট মানতে হবে।

গুগল চলতি মাস থেকেই পদক্ষেপ নিতে শুরু করবে। যদি একজন বাল্ক ইমেল প্রেরক কোম্পানির নীতি অনুসরণ না করেন, তাহলে তিনি পরবর্তিকালে আপ জিমেল ব্যবহার করতে পারবেন না। কিংবা ব্যবহার করতে কোনও সমস্যা হবে। এছাড়া যারা কোম্পানির নীতি মেনে চলবে না, চলতি বছরের এপ্রিল থেকে তাদের জিমেল বন্ধ করে দেওয়া হবে।