Tata Punch EV ভারতে এসে গেল। দীর্ঘ বেশ কিছু মাস ধরে এই গাড়ি লঞ্চের বিষয়ে একাধিক জল্পনা শোনা গিয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত গাড়িটি অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। সুখবর হল, এই গাড়িটি বর্ন ইলেকট্রিক। অর্থাৎ, জন্মলগ্ন থেকেই গাড়িটি ইলেকট্রিক। তার থেকেও আকর্ষণীয় বিষয়টি হল, মাত্র 21,000 টাকার টোকেন অ্যামাউন্ট দিলেই গাড়িটি আপনি বুক করতে পারবেন। আগামী আর কয়েক সপ্তাহের মধ্যেই ইকো-ফ্রেন্ডলি গাড়িটি কাস্টমারদের বাড়িতে পৌঁছে যাবে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।
Tata Punch EV মোট পাঁচটি চমৎকার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বিভিন্ন রেঞ্জের উপরে নির্ভর করেই ভ্যারিয়েন্টগুলি নিয়ে আসা হয়েছে। সেগুলি হল স্মার্ট, স্মার্ট প্লাস, অ্যাডভেঞ্চার, এমপাওয়ার্ড এবং এমপাওয়ার্ড প্লাস। বিভিন্ন মানুষের বিভিন্ন চাহিদার উপরে নির্ভর করেই ভ্যারিয়েন্টগুলি তৈরি করা হয়েছে। পার্সোনালাইজ়েশনের একটা বিশেষ টাচ দেওয়া হচ্ছে গাড়িগুলিতে। থাকছে বিভিন্ন কালার টোনও, চারটি মনোটোন এবং পাঁচটি ডুয়াল টোন দেওয়া হচ্ছে। সিউড গ্রিন, ডেটোনা গ্রে, ফিরালেস রেড, প্রিস্টাইন হোয়াইট অ্যান্ড অক্সাইড ইত্যাদি বেশ কিছু চিত্তাকর্ষক রঙে পাওয়া যাবে গাড়িটি।
ফিচার্সের দিক থেকে Punch EV আধুনিক সুবিধার প্রায় সবই রয়েছে। রয়েছে বেশ বড় একটি 10.25 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, অল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 360 ডিগ্রি সারাউন্ড ক্যামেরা, ভেন্টেলেটেড ফ্রন্ট সিট, ওয়্যারলেস চার্জিং ক্ষমতা, ক্রুজ় কন্ট্রোল ফাংশন, এয়ার পিওরিফায়ার, এলিগ্যান্ট সিঙ্গেল-পেন ইলেকট্রিক সানরুফ।
লেভেল-2 ADAS ক্ষমতাসম্পন্ন এই গাড়িটি 5G কানেক্টিভিটি অফার করছে। ভেহিকল টু লোড ভেহিকল টু ভেহিকল চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে, যা সিমলেস এবং ইন্টারকানেক্টেড ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিতে পারে। এছাড়া গাড়িটির ক্লাউড আর্কিটেকচার থাকার ফলে তা কাটিং-এজ ইন-কার অ্যাপ্লিকেশন এবং ওভার দ্য এয়ার আপডেট দিতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে, এতসব ফিচার যে গাড়িতে রয়েছে তার দাম কত হতে পারে? Tata Punch EV-র দাম এখনও পর্যন্ত সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, এই বর্ন ইলেকট্রিক গাড়িটির দাম হতে পারে 10 থেকে 13 লাখ টাকা। চলতি মাসের শেষেই গাড়িটির দাম সংস্থার তরফ থেকে ঘোষণা করা হবে।