ক্লান্তি এলে সতর্ক করবে আপনার গাড়িই! নয়া প্রযুক্তির কেরামতি দেখলে চোখ উঠবে কপালে

aryama das |

Apr 30, 2021 | 6:08 PM

বেশ কয়েকবছর ধরেই গাড়ি দুনিয়ায় পরিবর্তন ঘটে চলেছে। টাচস্ক্রিন সিস্টেমগুলির জেরে গাড়ির চালানোর মজাই পাল্টে গিয়েছে।

ক্লান্তি এলে সতর্ক করবে আপনার গাড়িই! নয়া প্রযুক্তির কেরামতি দেখলে চোখ উঠবে কপালে
ছবিটি প্রতীকী

Follow Us

বিভিন্ন গাড়ি সংস্থাগুলি নয়া ঝলক আনতে এই টাচস্ক্রিনে নতুনত্বের ছোঁয়া আনার চেষ্টা করে। অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে যুক্ত হওয়ার পর গাড়ির টাচস্ক্রিনটি স্মার্টফোনে পরিণত হয়েছে। শুধু তাতে কল করা সম্ভব নয়, কিন্তু অন্যান্য ফিচারগুলিতে সমৃদ্ধ রয়েছে এই দুর্দান্ত সিস্টেমটিতে।

এবার এই টাচস্কিনের মাধ্যেমেই জানা যাহে কতটা গাড়ি চালাতে পারদর্শী। তবে এই টাচস্ক্রিন দিয়ে শুধু অল্প কিছু ফিচারেই হাত পাকালে চলবে না। উপযুক্ত অ্যাপ ডাউনলোড করে নিয়মিত গাড়ির পর্যবেক্ষণ ও পরিচালনা করার চেষ্টা করতে পারেন। নয়া প্রযুক্তির সাহায্যে গাড়ির মালিক প্রয়োজনীয় জিনিসের অনুমতি দিতে পারেন। গাড়ির অতিরিক্ত গতির মতো জিনিসে নজর রাখুন। যদি বহুদিন ধরে গাড়িটি গ্যারাজে পড়ে থাকে, তাহলেও সেই সতর্কবার্তা দেবে এই দুর্দান্ত টেকনোলজি। এছাড়া চুরি যাওয়া গাড়ির সন্ধান করতে, এসওএস ও অটো ক্র্যাশ বিজ্ঞপ্তি জারি করতেও টেকনোলজির উপর নির্ভর করতে পারেন।

তবে বর্তমানে আরও আধুনিক গাড়ির জন্য তৈরি হয়েছে নতুন প্রযুক্তি। অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্ট সিস্টেম। আন্তর্জাতিক মানের বিলাসবহুল গাড়িতে রয়েছে এই নয়া প্রযুক্তি। স্মার্ট ও এসইউভি গাড়ি গুলিতে এই প্রযুক্তির বৈশিষ্ট্য বর্তমানে উপস্থিত। অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন অ্যাসিস্ট, ব্লাইন্ড স্পট রিকোনিশন, ক্লান্তি সতর্কতা এবং এমনকি স্বয়ংক্রিয় জরুরি অবস্থা ব্রেকিং এর মতো সিস্টেমগুলি আগাম জানান দেয়।

এমন চমকপ্রদ প্রযুক্তি পেতে গেলে পকেট থেকে ১২ লক্ষ টাকা খসাতেই হবে। কারণ ১২ লক্ষ টাকার এসইউভি গাড়িগুলিতে এই প্রযুক্তি দেখা যায়।

Next Article