ফের অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল Lego Star Wars গেমের রিলিজ

Sohini chakrabarty |

Apr 07, 2021 | 8:52 AM

২০১৯ সালের অগস্ট মাসে রিলিজ হয়েছিল গেমের ট্রেলর। কিন্তু এখনও রিলিজ হয়নি গেম।

ফের অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল Lego Star Wars গেমের রিলিজ
ফের কবে গেম রিলিজ হতে পারে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

Follow Us

আরও কিছুদিন অপেক্ষা করতে হবে স্টার ওয়ার্স অনুরাগীদের। কারণ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে Lego Star Wars গেমের রিলিজ। অনেকদিন ধরেই গেমপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন Lego Star Wars: The Skywalker Saga- গেমের জন্য।

২০১৯ সালের অগস্ট মাসে রিলিজ হয়েছিল গেমের ট্রেলর। কিন্তু এখনও রিলিজ হয়নি গেম। ফের একবার অনির্দিষ্টকালের জন্য এই গেমের রিলিজ ডেট পিছিয়ে গিয়েছে। গেম ডেভেলপিং সংস্থা TT Games টুইট করে একথা জানিয়েছে। তারা জানিয়েছেন, এখনও এই গেমের স্প্রিং রিলিজ ডেট ঠিক করা সম্ভব হয়নি। প্রাথমিক ভাবে ২০২০ সালেই লঞ্চ হওয়ার কথা ছিল এই গেমের। তবে বছর ঘুরলেও গেম লঞ্চের দিনক্ষণ জানা যায়নি এখনও।

গ্মের ট্রেলর লঞ্চের সময় থেকেই শোনা গিয়েছিল ‘বিগেস্ট অ্যান্ড বেস্ট এভার LEGO গেম’ হতে চলেছে এই Lego Star Wars: The Skywalker Saga গেম। আজ থেকে ১৬ বছর আগে প্রথম গেম লঞ্চ করেছিল Lego Star Wars। তবে কেন এই গেমের রিলিজ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে সে ব্যাপারে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। ফের কবে গেম রিলিজ হতে পারে সে ব্যাপারেও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার টুইট করে Lego Star Wars গেমের নির্মাণ সংস্থা TT Games টুইট করে জানিয়েছেন, এই গেমকে সর্বশ্রেষ্ঠ বানানোর চেষ্টা করছে তারা। কিন্তু রিলিজের জন্য এখনও কিছুটা সময় প্রয়োজন। খুব তাড়াতাড়ি গেম লঞ্চের আগামী তারিখ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

Next Article