Mathematics In Adult Website: অ্যাডাল্ট সাইটে অঙ্ক শিখিয়ে আয় বছরে প্রায় ২ কোটি!

Jan 07, 2023 | 6:07 PM

তাইওয়ানের এই শিক্ষক বিভিন্ন অ্যাডাল্ট সাইটে অঙ্ক শেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এই বিশেষ সাইটে তিনি যা জনপ্রিয়তা পেয়েছেন, তা অন্য কোথাও পাননি।

Mathematics In Adult Website: অ্যাডাল্ট সাইটে অঙ্ক শিখিয়ে আয় বছরে প্রায় ২ কোটি!
'প্রাপ্তবয়স্কদের জন্য' অঙ্ক

Follow Us

ছোটবেলায় আপনি বিভিন্ন শিক্ষকের কাছে অঙ্ক করেছেন। স্কুলের শিক্ষক থেকে গৃহশিক্ষক—সকলেই রয়েছেন তাঁর মধ্যে। বড় হয়ে অনেকে সরকারি চাকরি বা উচ্চশিক্ষার কারণে অঙ্ক করেছেন অনলাইন বিভিন্ন এডুকেশনাল সাইটে বা ইউটিউবের সৌজন্যে। কিন্তু অ্যাডাল্ট সাইটে অঙ্ক! এ কেমন কথা? হ্যাঁ, এমনই করেছেন তাইওয়ানের এক অঙ্কের শিক্ষক। চাংশু নামের ওই শিক্ষকের রয়েছে একটি অ্যাডাল্ট সাইটে ভেরিফায়েড অ্যাকাউন্ট। শুনলে অবাক হবেন, তাঁর অঙ্কের ভিডিয়োর লক্ষ-লক্ষ ভিউ, বছর গেলে প্রায় ২ কোটি টাকা আসে এই সাইট থেকেই।

চাংশু নামের ওই অঙ্কের শিক্ষক, অ্যাডাল্ট সাইটে যাঁর অ্যাকাউন্টের নাম changshumath666, এই সাইট ছাড়াও বিভিন্ন অ্যাডাল্ট সাইটেও অঙ্ক শেখানোর চেষ্টা করেছেন। কিন্তু অন্য সাইটগুলিতে তিনি বিশেষ জনপ্রয়তা পাননি। এর একটা কারণ হতে পারে অন্য সাইটগুলির বেশিরভাগই অ্যাডাল্ট কন্টেন্ট ছাড়া অন্য কিছু আপলোড করতে অনুমতি দেয় না। এই বিশেষ অ্যাডাল্ট সাইটটি এ ব্যাপারে বোধহয় বিশেষ ভাবিতও নয়। মেল ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে চাংশু বলেছেন, “অ্যাডাল্ট সাইটে অনেক মানুষই ভিডিয়ো দেখেন। কিন্তু সেই প্ল্যাটফর্মে কেউ অঙ্ক শেখায় না। আমি ভেবেছিলাম, আমি সেখানে অঙ্কের ভিডিয়ো আপলোড করলে অনেক মানুষই হয়তো সেই ভিডিয়ো দেখবেন।”

ওই অ্যাডাল্ট সাইটে চাংশুর অ্যাকাউন্টের ট্যাগ লাইন, ‘প্লে হার্ড, স্টাডি হার্ড’ (Play Hard, Study Hard)। তাঁর ভিডিয়োগুলিতে তাঁকে চশমা ও ছাই রঙা জামা পরে অঙ্কের বিভিন্ন সমস্যার সমাধান করতে দেখা যায়। সেখানে তাঁর মাতৃভাষা মান্দারিনে অঙ্ক করান তিনি। তিনি সাক্ষাৎকারে আরও বলেছেন, “মানুষ হয়তো আমার ভিডিয়োগুলিতে খুব বেশি আগ্রহী হবেন না, কিন্তু তাঁরা জানেন কেউ একজন আছেন যিনি অ্যাডাল্ট ভিডিয়ো প্ল্যাটফর্মেও অঙ্ক শেখান।” তিনি বিশ্বাস করেন, তাঁর ভিডিয়ো যাঁরা দেখেন, তাঁদের অর্ধেকের বেশি মানুষ অ্যাডাল্ট সাইটে কঠিন অঙ্ক শেখানোর মতো অভিনব জিনিস দেখতে আসেন।

চাংশু চান আরও মানুষ অ্যাডাল্ট সাইটে তাঁর অঙ্কের ভিডিয়োগুলি দেখুন। তাহলে তাঁর আয় আরও বৃদ্ধি পাবে ও তাঁর কর্মীদের আরও বেশি টাকা তিনি দিতে পারবেন। এবং তাঁরা আরও বেশি সংখ্যক ভিডিয়ো তৈরি করতে পারবেন। তাঁর দেওয়া সাক্ষাৎকারে তিনি এ-ও বলেছেন, “আমি অ্যাডাল্ট সাইটে অঙ্ক শেখাতে চাই না। আমি শুধু চাই গোটা পৃথিবী জানুক আমি একজন তাইওয়ানিজ় শিক্ষক, যে ক্যালকুলাসটা ভালই শেখাতে পারে।” তবে অ্যাডাল্ট সাইটে অঙ্কের ভিডিয়োকে আকর্ষণীয় মনে করা, ব্যাপারটা বেশ উদ্ভট। কিন্তু এই ঘটনা একটা জিনিস স্পষ্টভাবে দেখায় যে, কিছু মানুষ এখনও কীভাবে পড়াশুনার প্রতি আকৃষ্ট এবং তাঁরা অঙ্ক শেখা থেকে বঞ্চিত হতে চান না।

তবে, এই শিক্ষকের কাছে যাঁরা অঙ্ক শিখতে চান, তাঁরা কিন্তু চাংশুকে ইন্সটাগ্রাম ও ইউটিউবেও খুঁজে পাবেন। তাই তাঁকে খুঁজতে অ্যাডাল্ট সাইটে যাওয়ার কোনও দরকার নেই।

Next Article