একনজরে দেখে নিন ভিভো ভি২১ ৫জি ফোনের বিভিন্ন ফিচার

Sohini chakrabarty |

Apr 29, 2021 | 2:40 PM

এই ফোনে রয়েছে octa-core MediaTek Dimensity 800U SoC প্রসেসর এবং ৮ জিবি স্ট্যান্ডার্ড র‍্যাম।

একনজরে দেখে নিন ভিভো ভি২১ ৫জি ফোনের বিভিন্ন ফিচার
ছবি প্রতীকী

Follow Us

২৯ এপ্রিল বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি২১ ৫জি ফোন। অত্যাধুনিক সব বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে। একঝলকে দেখে নেওয়া যাক সেইসব ফিচার-

১। ডুয়াল সিমের (ন্যানো) এই ফোনে রয়েছে অ্যানড্রয়েড ১১ ভার্সান। সেই সঙ্গে রয়েছে ফানটাচ ওএস ১১.১।

২। ভিভো- র নতুন ৫জি ফোনের ডিসপ্লে ৬.৪৪ ইঞ্চির। ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে। রিফ্রেশ রেট ৯০Hz।

৩। এই ফোনে রয়েছে octa-core MediaTek Dimensity 800U SoC প্রসেসর এবং ৮ জিবি স্ট্যান্ডার্ড র‍্যাম। এই ফোনে র‍্যাম এক্সটেন্ট করার ফিচারও রয়েছে। সেক্ষেত্রে হার্ডওয়্যারের সাহায্যে ৩ জিবি রম- কে ভার্চুয়াল র‍্যামে ট্রান্সফার করা সম্ভব। এর ফলে ফোনের মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স অনেক স্মুদ হয়। অর্থাৎ একসঙ্গে একাধিক কাজ করলেও ফোন স্লো হয়ে যায় না।

৪। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। এছাড়া ৪৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে। সেখানে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এবং ওআইএস সাপোর্ট।

৫। ১২৮ এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ থাকার পরেও স্টোরেজ বাড়ানোর অপশন রয়েছে বিবোর নতুন ফোনে। এর জন্য মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন, কত দাম ভি২১ ৫জি মডেলের?

৬। কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৫জি এবং ৪জি এলটিই পরিষেবা। এছাড়াও রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.১, জিপিএস / এ – জিপিএস, টাইপ সি ইউএসবি পোর্ট। সেই সঙ্গে রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এর পাশাপাশি সেনসর বোর্ডে রয়েছে অ্যাক্সিলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেনসর, জিরোস্কোপ, ম্যাগনেটোমিটার এবং একটি প্রক্সিমিটি সেনসর।

৭। ভিভো ভি২১ ৫জি ফোনের ব্যাটারি ৪০০০ mAh। তার সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ওজন ১৭৬ গ্রাম।

Next Article