ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন, কত দাম ভি২১ ৫জি মডেলের?

Sohini chakrabarty |

Apr 29, 2021 | 2:15 PM

Arctic White, Dusk Blue, Sunset Dazzle--- এই তিনটি রঙে পাওয়া যাবে ভিভো ভি২১ ৫জি ফোন। ২৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং।

ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন, কত দাম ভি২১ ৫জি মডেলের?
এই ফোনে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

Follow Us

ভারতে লঞ্চ হয়েছে ভিভোর নতুন স্মার্টফোন ভি২১ ৫জি। এই ফোনে রয়েছে ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেই ক্যামেরায় আবার রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন বা ওআইএস টেকনোলজি। এছাড়াও রয়েছে MediaTek Dimensity 800U SoC প্রসেসর। গত বছর অর্থাৎ ২০২০ সালে অক্টোবর মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ভি২০ ফোন। তার ব্যবসায়িক সাফল্যের পরই নতুন ৫জি মডেল লঞ্চ করেছে ভিভো। কম আলোয় ভাল ভাবে সেলফি তোলার জন্য এই ফোনের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এছাড়াও এই ফোনে রয়েছে AI Extreme Night, Spotlight Selfie, Eye Autofocus Selfie— এইসব ফিচার।

ভারতে এই ফোনের দাম কত? 

ভিভো ভি২১ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯০ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯০ টাকা। Arctic White, Dusk Blue, Sunset Dazzle— এই তিনটি রঙে পাওয়া যাবে ভিভো ভি২১ ৫জি ফোন। ২৯ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রি-বুকিং। ফোনের বিক্রি এবং ছাড় শুরু হবে ৬ মে থেকে। ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর ছাড়াও যেকোনও বড় ফোনের দোকান থেকে এই ফোন কেনা যাবে। বিভিন্ন রিটেল চেন যেমন- রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা, বিজয় সেলস, পূর্বিকা, সঙ্গীতা মোবাইলস এবং বিগ সি— এইসব দোকান থেকেও কেনা যাবে ভিভো- র এই ৫জি ফোন।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম৪২ ৫জি: ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন, জেনে নিন দাম-ফিচার

কোথা থেকে কেনা যাবে ফোন? কী কী অফার পাবেন ক্রেতারা? 

এইচডিএফসি ব্যাঙ্কে ২ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং পুরনো ফোন পরিবর্তন করে নতুন মডেল কিনলে ৩ হাজার টাকা ছাড়ের সুযোগ রয়েছে ক্রেতাদের জন্য। এছাড়াও ১২ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও রয়েছে। মূলত এগুলো সবই লঞ্চ অফার। আর এইসমস্ত ডিসকাউন্ট পাওয়া যাবে অনলাইন কেনাকাটায়।

অফলাইনে যাঁরা ফোন কিনবেন, তাঁদের ক্ষেত্রে এইচডিএফসি এবং কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কে ১০ শতাংশ ক্যাশব্যাকের সুবিধা রয়েছে। বাজাজ ফিনান্সের মাধ্যমে ইএমএমআই দিয়ে ফোন কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। হোম ক্রেডিট এবং টিভিএস ক্রেডিটের ক্ষেত্রে জিরো ডাউন পেমেন্টের সুবিধা পাবেন ক্রেতারা।

এইসবের পাশাপাশি ক্রেতারা একটি ভিভো আপগ্রেড অফার পেতে পারে্নযা। এই অফারে ক্রেতারা ১৫০০ টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ৮০০ টাকার লয়ালটি বোনাস পেতে পারেন। সেই সঙ্গে আবার ৮০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ‘বাইব্যাক গ্যারান্টি’- ও পাবেন ক্রেতারা। বিশ্বের বাজারে খুব তারাতাড়ি লঞ্চ হবে বিবো ভি২১ ৫জি ফোন।

Next Article