বাঁচবে সময়, কমবে ঝক্কি, হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার তাক লাগিয়ে দেবে

Dec 09, 2020 | 11:27 AM

অনলাইন শপিংয়ের ঝক্কি কমল অনেকটাই। এক ক্লিকেই এ বার হবে বাজিমাত। আর খুঁজে খুঁজে শপিং নয়। হোয়াটসঅ্যাপ (Whatsapp) নিয়ে এল তাঁদের নতুন ফিচার ‘অ্যাড টু কার্ট’ (Add to cart)। আপনি যদি অনলাইন শপিংয়ে (Online shopping) অভ্যস্ত হন তবে এই টার্মের সঙ্গে আপনার পরিচয় ঘটেছে আগেই। ধরুন, আপনার পছন্দ হয়েছে মোট ৬টি পোশাক। মাসের শেষ। পকেটে […]

Follow Us

অনলাইন শপিংয়ের ঝক্কি কমল অনেকটাই। এক ক্লিকেই এ বার হবে বাজিমাত। আর খুঁজে খুঁজে শপিং নয়। হোয়াটসঅ্যাপ (Whatsapp) নিয়ে এল তাঁদের নতুন ফিচার ‘অ্যাড টু কার্ট’ (Add to cart)।

আপনি যদি অনলাইন শপিংয়ে (Online shopping) অভ্যস্ত হন তবে এই টার্মের সঙ্গে আপনার পরিচয় ঘটেছে আগেই। ধরুন, আপনার পছন্দ হয়েছে মোট ৬টি পোশাক। মাসের শেষ। পকেটে টান। তাই আপনি আপনার ভার্চুয়াল কার্টে গিয়ে সিলেক্ট করে রেখে দিতে পারেন ওই ছয়টি জামাই। মাসের শুরুতে পকেট ফুলে ফেঁপে উঠলেই তা কিনে নিতে পারেন। এ বার থেকে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও করা যাবে একই জিনিস। কীভাবে?

কোনও ব্যক্তি যদি ব্যবসার সঙ্গে জড়িত হন তাহলে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপে নিজের অ্যাকাউন্ট খোলার সুবিধে আগেই এনেছিল এই মেসেজিং সংস্থাটি। এ বার ওই বিজনেস অ্যাকাউন্টের এগজিস্টিং ক্যাটালগ ফিচারের সঙ্গেই যুক্ত হল এই ‘অ্যাড টু কার্ট’ ফিচার। অর্থাৎ কোনও বিজনেস অ্যাকাউন্ট ব্রাউজ করার সময় আপনি নিজের ইচ্ছেমতো আপনার পছন্দের জিনিস কার্টে যোগ করতে পারবেন। পরে পছন্দ না হলে বাদও দিয়ে দিতে পারবেন। এর পর বিক্রেতাকে একটি মেসেজ করলেই কেল্লাফতে। জিনিস আপনার ঘরে।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোন আনছে জিও, জেনে নিন কতটা পকেট ফ্রেন্ডলি

ধরুন আপনি যে সংস্থার থেকে জিনিস কিনবেন সেই সংস্থা প্রেসার কুকার থেকে কানের দুল সবই বিক্রি করেন। আপনি প্রেসার কুকার, কানের দুল এবং মাথার ক্লিপ কিনবেন ঠিক করেছেন। আগে হলে এই প্রত্যেকটি জিনিস আলাদা ভাবে আপনাকে অর্ডার করতে হত। এখন সে সবের দিন শেষ। কার্টে সব জুড়ে নিন, আর অর্ডার করে দিন। পছন্দ না হলে পরে কার্ট থেকে বাদও দিয়ে দিতে পারেন।

যত দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপ যেন চমকে দিচ্ছে তার ব্যবহারকারীদের। কখনও রিড লেটার ফিচার আবার কখনও বা হোয়াটসঅ্যাপ পে’র মতো ফিচার এনে তাক লাগিয়ে দিচ্ছে এই মেসেজিং অ্যাপ। এর আগে ফেসবুক অধিকৃত ওই মেসেজিং সংস্থার পক্ষ থেকে জানান হয়, হোয়াটসঅ্যাপ পে’র মাধ্যমে টাকা পাঠাতে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না। ইউজারদের সুবিধার্থে ১৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ। যে কোনও ব্যাংকের একটি ডেবিট কার্ড হলেই চলবে। যা ইউপিআই (Unified Payments Interface) সাপোর্ট করে।

অনলাইন শপিংয়ের ঝক্কি কমল অনেকটাই। এক ক্লিকেই এ বার হবে বাজিমাত। আর খুঁজে খুঁজে শপিং নয়। হোয়াটসঅ্যাপ (Whatsapp) নিয়ে এল তাঁদের নতুন ফিচার ‘অ্যাড টু কার্ট’ (Add to cart)।

আপনি যদি অনলাইন শপিংয়ে (Online shopping) অভ্যস্ত হন তবে এই টার্মের সঙ্গে আপনার পরিচয় ঘটেছে আগেই। ধরুন, আপনার পছন্দ হয়েছে মোট ৬টি পোশাক। মাসের শেষ। পকেটে টান। তাই আপনি আপনার ভার্চুয়াল কার্টে গিয়ে সিলেক্ট করে রেখে দিতে পারেন ওই ছয়টি জামাই। মাসের শুরুতে পকেট ফুলে ফেঁপে উঠলেই তা কিনে নিতে পারেন। এ বার থেকে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও করা যাবে একই জিনিস। কীভাবে?

কোনও ব্যক্তি যদি ব্যবসার সঙ্গে জড়িত হন তাহলে হোয়াটসঅ্যাপের বিজনেস অ্যাপে নিজের অ্যাকাউন্ট খোলার সুবিধে আগেই এনেছিল এই মেসেজিং সংস্থাটি। এ বার ওই বিজনেস অ্যাকাউন্টের এগজিস্টিং ক্যাটালগ ফিচারের সঙ্গেই যুক্ত হল এই ‘অ্যাড টু কার্ট’ ফিচার। অর্থাৎ কোনও বিজনেস অ্যাকাউন্ট ব্রাউজ করার সময় আপনি নিজের ইচ্ছেমতো আপনার পছন্দের জিনিস কার্টে যোগ করতে পারবেন। পরে পছন্দ না হলে বাদও দিয়ে দিতে পারবেন। এর পর বিক্রেতাকে একটি মেসেজ করলেই কেল্লাফতে। জিনিস আপনার ঘরে।

আরও পড়ুন: অ্যানড্রয়েড ফোন আনছে জিও, জেনে নিন কতটা পকেট ফ্রেন্ডলি

ধরুন আপনি যে সংস্থার থেকে জিনিস কিনবেন সেই সংস্থা প্রেসার কুকার থেকে কানের দুল সবই বিক্রি করেন। আপনি প্রেসার কুকার, কানের দুল এবং মাথার ক্লিপ কিনবেন ঠিক করেছেন। আগে হলে এই প্রত্যেকটি জিনিস আলাদা ভাবে আপনাকে অর্ডার করতে হত। এখন সে সবের দিন শেষ। কার্টে সব জুড়ে নিন, আর অর্ডার করে দিন। পছন্দ না হলে পরে কার্ট থেকে বাদও দিয়ে দিতে পারেন।

যত দিন যাচ্ছে হোয়াটসঅ্যাপ যেন চমকে দিচ্ছে তার ব্যবহারকারীদের। কখনও রিড লেটার ফিচার আবার কখনও বা হোয়াটসঅ্যাপ পে’র মতো ফিচার এনে তাক লাগিয়ে দিচ্ছে এই মেসেজিং অ্যাপ। এর আগে ফেসবুক অধিকৃত ওই মেসেজিং সংস্থার পক্ষ থেকে জানান হয়, হোয়াটসঅ্যাপ পে’র মাধ্যমে টাকা পাঠাতে কোনও অতিরিক্ত অর্থ দিতে হবে না। ইউজারদের সুবিধার্থে ১৪০টিরও বেশি ব্যাংকের সঙ্গে সংযুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ। যে কোনও ব্যাংকের একটি ডেবিট কার্ড হলেই চলবে। যা ইউপিআই (Unified Payments Interface) সাপোর্ট করে।

Next Article