হোয়াটসঅ্যাপের ভয়েস নোট ফিচার নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। সম্প্রতি শোনা গিয়েছে, ফেসবুক অধিকৃত এই এমসেজিং অ্যাপ এই ভয়েস নোট ফিচার আপগ্রেড করার চেষ্টা চালাচ্ছে। মূলত, ইউজারদের অভিজ্ঞতা আরও ভাল করার জন্য এই ফিচার আপডেট করার চেষ্টা চালাচ্ছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি ইউজাররা এমন ফিচার পাবেন যার সাহায্যে প্লেব্যাক স্পিড নিয়ন্ত্রণ করা যাবে। স্পিড বাড়ানো যাবে 2.0X পর্যন্ত। তার সঙ্গে আবার নরম্যাল স্পিডেও শুনতে পাবেন ইউজাররা।
আপাতত হোয়াটসঅ্যাপের এই ভয়েস নোট প্লেব্যাক অপশন চালু রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানের জন্য আইওএস- এর ক্ষেত্রে v2.21.60.11- ভার্সানে ‘ডেভেলপমেন্ট মোড’- এ রয়েছে এই ফিচার। অ্যানড্রয়েডের ক্ষেত্রেও হোয়টসঅ্যাপ বিটা ভার্সানে চালু রয়েছে এই ফিচার। চলতি মাসের শুরুর দিকেই এই ফিচার লক্ষ্য করা গিয়েছিল অ্যানড্রয়েডের ক্ষেত্রে। এইসবের পাশাপাশি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, আইওএস এবং অ্যানড্রয়েড দু’ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ বিটা ভার্সানের এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন তাঁরা। এর ফলে স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইউজাররা।
আরও পড়ুন- জিওবুক-৫জি স্মার্টফোন আসছে এই বছরই, বলছে রিপোর্ট
WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ভয়েস নোট প্লেব্যাক অপশনের আপডেট ইউজারদের প্লেব্যাকের স্পিড নরম্যাল ভার্সান থেকে 1.5X অথবা 2.0X- বাড়াতে সাহায্য করবে। দীর্ঘ ভয়েস মেসেজ পাঠাতে গেলে স্পিড নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তাই এই নতুন ফিচারে আগ্রহী হয়েছেন ইউজাররা। এছাড়াও ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও, বিটা-ওয়েব প্ল্যাটফর্মের ডেভেলপমেন্টের ফলে ইউজাররা ওয়েব ভার্সানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে মাল্টি-ডিভাইস ফাংশন- এর সুবিধাও পাওয়া যাবে আগামী দিনে।
তবে এক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশন পাওয়া যাবে না। বরং পাঠানোর পর এক এক করে মেসেজ ডিলিট করতে হবে। কল, মেসেজ দু’ক্ষেত্রেই এই ফিচার প্রযোজ্য। বিটা অ্যাপে এনরোল করার জন্য হোয়াটসঅ্যাপ ইউজাররা (অ্যানড্রয়েড) গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের পেজ খুলতে হবে। তারপর ‘Become a beta tester’ প্যানেলে যুক্ত হতে হবে। একই সময়ে সীমিত সংখ্যক টেস্টারকে যুক্ত করাবে হোয়াটসঅ্যাপ।