জিওবুক-৫জি স্মার্টফোন আসছে এই বছরই, বলছে রিপোর্ট
নতুন বছরে নয়া রূপে আসছে রিলায়েন্স জিওর 'জিও ফোন'। নতুন ডিজাইনের সঙ্গে রয়েছে আকর্ষণীয় অফারও।
৫জি স্মার্টফোন এবং লো-কস্ট ল্যাপটপ লঞ্চ করতে চলেছে জিও। সূত্রের খবর, অ্যানুয়াল জেনারেল মিটিং অর্থাৎ এই বছরের এজিএম- এ লঞ্চ হবে জিও-র এই দুটো গ্যাজেট। শোনা গিয়েছে, গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধে ৫জি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জিও। সম্ভবত এই ফোনে থাকবে জিও- র নিজস্ব অপারেটিং সিস্টেম বেসড অ্যানড্রয়েড অথবা অ্যানড্রয়েড গো। জানা গিয়েছে, এই অ্যানড্রয়েড গো আসলে গুগলের একটি লাইটওয়েট অপারেটিং সিস্টেম, যা এন্ট্রি লেভেল হার্ডওয়্যারের সঙ্গে স্মার্টফোনের জন্য তৈরি করা হয়েছে।
জিওবুক স্পেসিফিকেশন
রিলায়েন্স জিওবুকে থাকতে পারে একটি এইচডি (1,366×768 pixels) ডিসপ্লে। এছাড়াও থাকতে পারে Qualcomm Snapdragon 665 SoC। সেই সঙ্গে থাকতে পারে Snapdragon X12 4G মোডেম। এছাড়াও লো-কস্ট জিওবুকে থাকতে পারে ৪জিবি র্যাম (LPDDR4x)। সেই সঙ্গে থাকতে পারে ৬৪ জিবি eMMC স্টোরেজ। কানেকটিভি অপশন হিসেবে থাকবে Mini-HDMI কানেক্টর, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ। জিও- র এই ল্যাপটপে থাকবে জিওস্টোর, জিওমিট এবং জিওপেজেস- এর মতো অ্যাপ।
আরও পড়ুন- ২৩ মার্চ লঞ্চ হবে ওয়ানপ্লাসের স্মার্টওয়াচ, দেখুন সম্ভাব্য ফার্স্টলুক
সূত্রের খবর, গুগল ছাড়াও Bluebank Communication Technology- র সঙ্গেও যুক্ত হয়েছে জিও। এই সংস্থাও জিওবুক নির্মাণে সাহায্য করছে। এই ল্যাপটপে থাকবে ৪জি এলটিই কানেকটিভিটি। গতবছর সেপ্টেম্বর মাসে এই জিওবুক নির্মাণের কাজ শুরু হয়েছিল। চলতি বছর এপ্রিলের মাঝামাঝি এই ল্যাপটপের টেস্টিং শুরু হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, নতুন বছরে নয়া রূপে আসছে রিলায়েন্স জিওর ‘জিও ফোন’। নতুন ডিজাইনের সঙ্গে রয়েছে আকর্ষণীয় অফারও। ২০১৭ সালে প্রথম লঞ্চ হয়েছিল জিও ফোন। ৪জি পরিষেবা যুক্ত এই ফোনে ছিল ২.৪ ইঞ্চি ডিসপ্লে। হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব অ্যাপ চালু ছিল এই ফোনে।