WhatsApp-এর নতুন ফিচার, ছবি বা ভিডিয়োর ক্যাপশনও এখন এডিট করা যাবে

WhatsApp Caption Message Edit: একটা মেসেজ পাঠানোর পরবর্তী 15 মিনিট পর্যন্ত মিডিয়া মেসেজ তথা ছবি বা ভিডিয়োর জন্য আপনার তৈরি করা ক্যাপশনটি এডিট করে নিতে পারবেন। কেবল ওরিজিনাল মেসেজের ক্ষেত্রেই এই এডিট ফিচারটি ব্যবহার করা যাবে, ফরোয়ার্ডেড মিডিয়া মেসেজ হলে তা সম্ভব হবে না।

WhatsApp-এর নতুন ফিচার, ছবি বা ভিডিয়োর ক্যাপশনও এখন এডিট করা যাবে
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2023 | 1:04 PM

WhatsApp তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন ক্যাপশন এডিটিং ফিচার নিয়ে এসেছে। iOS এবং Android দুই প্ল্যাটফর্মেই এই ফিচারটি চালু করা হচ্ছে। ছবি থেকে শুরু করে ভিডিয়ো, GIF এবং ডকুমেন্ট যা-ই পাঠাবেন, তারই ক্যাপশন মডিফাই করতে পারবেন নতুন এই বৈশিষ্ট্যের মাধ্যমে। এখন এই ফিচারটি যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে স্রেফ লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সনে আপডেট করে নিতে হবে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে।

এর আগে WhatsApp এর এই এডিটিং ফিচারটি কেবল টেক্সট মেসেজের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এখন তা মিডিয়া মেসেজের ক্ষেত্রেও নিয়ে আসা হচ্ছে। একটা মেসেজ পাঠানোর পরবর্তী 15 মিনিট পর্যন্ত মিডিয়া মেসেজ তথা ছবি বা ভিডিয়োর জন্য আপনার তৈরি করা ক্যাপশনটি এডিট করে নিতে পারবেন। কেবল ওরিজিনাল মেসেজের ক্ষেত্রেই এই এডিট ফিচারটি ব্যবহার করা যাবে, ফরোয়ার্ডেড মিডিয়া মেসেজ হলে তা সম্ভব হবে না।

অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আমরা মেসেজ পাঠাতে গিয়ে অজান্তেই বেশ কিছু ভুলচুক করে ফেলি। কিছু সময় তা আমাদের জন্য তা বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। তখন তা ডিলিট করে ফের নতুন করে পাঠাতে হয়। এবার হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিয়োর ভুল ক্যাপশন লিখে বিব্রত হওয়ার দিন শেষ। কারণ, আপনি এখন তা মেসেজের মতোই এডিট করে নিতে পারবেন।

আপাতত এই ফিচারটি গুটিকয়েক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্যই নিয়ে আসা হচ্ছে। লেটেস্ট হোয়াটসঅ্যাপ ভার্সনটি যে সব iOS এবং Android ব্যবহারকারীরা আপডেট করতে পারবেন, একমাত্র তাঁদের জন্যই এই ফিচারটি এখন ব্যবহারযোগ্য। আগামী আর কয়েক দিনের মধ্যে সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্য ফিচারটি রোলআউট করা হবে বলে জানা গিয়েছে।