ভারতে রিলিজ হয়েছে শাওমির নতুন স্মার্টফোন এমআই ১০ আই। শাওমি ইন্ডিয়ার তরফে আগেই জানানো হয়েছিল ভারতীয় ক্রেতাদের কথা বিশেষ ভাবে মাথায় রেখে এই ফোন বানানো হয়েছে। এখানে ফোনের নামে ‘আই’-এর অর্থ ইন্ডিয়া বা ভারত। গত কয়েক সপ্তাহ ধরে শাওমির এই নতুন ফোনের বিভিন্ন ফিচার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে লঞ্চের আগে পর্যন্ত ফোনের দাম সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। শুধু আন্দাজ করা হয়েছিল অন্যান্য কোম্পানিকে টেক্কা দিতে এবং ভারতীয় বাজারে প্রভাব ফেলতে অনেকটা কম দামেই হয়তো ক্রেতাদের জন্য ফোন আনবে শাওমি।
তিনটি স্টোরেজ অপশনে আপাতত পাওয়া যাচ্ছে এমআই ১০ আই।
১। ৬ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ অপশনের ফোনের দাম ২০,৯৯৯ টাকা।
২। ৬ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের ফোনের দা, ২১,৯৯৯ টাকা।
৩। ৮ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ অপশনের ফোনের দাম ২৩,৯৯৯ টাকা।
এমআই-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে হলে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রেতাদের। সেদিন থেকেই এমআই.কম-এ পাওয়া যাবে এই তিনটি স্টোরেজ অপশনের ফোন। এর মধ্যেই অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য ক্যাশব্যাক এবং এএমআই-এর অফার এনেছে। প্তাইম মেম্বাররা ৭ জানুয়ারি থেকেই এই অফার অ্যাকসেস করতে পারবেন। প্যাসিফিক সানরাইজ, অ্যাটলান্টিক ব্লু, মিডনাইট ব্ল্যাক—- এই তিনটি কালার অপশনে আপাতত পাওয়া যাচ্ছে এমআই ১০ আই।