ফের নতুন স্মার্টফোন আনছে শাওমি। সংস্থার ‘হোম মার্কেট’ চিনে এর মধ্যেই নিজেদের নতুন ফোন এমআই ১১-র লুক রিভিল করেছে শাওমি। বিশ্বে এই প্রথম কোনও স্মার্টফোনে Qualcomm Snapdragon 888 প্রসেসর থাকবে। এছাড়াও কস্ট-সেভিং –এর জন্য এ বার ফোনের বক্সে চার্জার দেওয়া হবে না। কারণ এই ফোনে থাকছে ওয়ারলেস ফাস্ট চার্জিংয়ের অপশন।
এমআই ১১ ফোনে থাকছে বিভিন্ন ‘টপ নচ’ ফিচার। 120Hz ডিসপ্লে, Snapdragon 888 processor, ৫জি সাপোর্ট, ওয়ারলেস ফাস্ট চার্জিং টেকনোলজি—— এইসবই দেখা যাবে ২০২১ সালে লঞ্চ হতে যাওয়া শাওমির নতুন প্রিমিয়াম অ্যানড্রয়েড ডিভাইসে। এছাড়াও থাকছে তিনটি রেয়ার ক্যামেরা, সিঙ্গল পাঞ্চ হোল সেলফি শুটার, ওয়াই-ফাই ৬ এবং Harman Kardon-tuned স্পিকার।
৮ জিবি এবং ১২৮ জিবি ভ্যারিয়েন্ট-সহ ফোনের দাম ৩৯৯৯ ইউয়ান (চিনের মুদ্রা)। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৪৪,৯০০ টাকার আশেপাশে। ৮ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের ফোনের দাম ৪২৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার দাম ৪৮,৩০০ টাকা। ১২ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের ফোনের দাম ৪৬৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যার দাম ৫২,৮০০ টাকা। আপাতত কেবল চিনেই পাওয়া যাচ্ছে শাওমির নতুন স্মার্টফোন এমআই ১১। মিডনাইট গ্রে, হরাইজন ব্লু, ফ্রস্ট হোয়াইট—- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে ফোন।
কী কী ফিচার থাকছে এমআই ১১-তে?
১। ৬.৮১ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লের সঙ্গে থাকছে HDR10+ সাপোর্ট এবং 120Hz রিফ্রেশ রেট।
২। অক্টাকোর স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর থাকছে এই নতুন স্মার্টফোনে। সঙ্গে থাকছে Adreno 660 GPU।
৩। ৮জিবি+১২৮জিবি/২৫৬জিবি UFS 3.1 স্টোরেজ এবং ১২জিবি+২৫৬জিবি UFS 3.1 স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া জাচ্ছে এমআই ১১।
৪। অপারেটিং সফটওয়্যার হিসেবে এই স্মার্টফোনে থাকবে MIUI 12 (based on Android 11)
৫। ১০৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, সঙ্গে স্যমসাং সেনসর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো ক্যামেরা থাকবে শাওমির নতুন ফোনে। এছাড়াও থাকছে ২০ মেগাপিক্সেল সেলফি শুটার, সঙ্গে f/2.4 aperture।
৬। 4600mAh ব্যাটারি, সঙ্গে 55W wired QC4+। এছাড়া 50W ওয়ারলেস ফাস্ট চার্জিং এবং 10W ওয়ারলেস রিভার্স চার্জিং সাপোর্ট।
৭। এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হার্ট রেট মনিটরিং, Hi-Res অডিও, ডুয়াল স্পিকার (Sound by Harman Kardon)। এর সঙ্গে শাওমির নতুন স্মার্টফোনে এমআই ১১-তে থাকবে 5G SA/NSA Dual 4G VoLTE, GPS (L1 + L5), Wi-Fi 6E 802.11 ax 8 x / MU-MIMO, ব্লুটুথ ৫.১, এনএফসি এবং টাইপ-সি ইউএসবি।