AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2022 সালে Zomato-তে ₹28 লাখের খাবার অর্ডার করেছেন পুণের ব্যক্তি, আপনি কত টাকার?

Zomato-র Year End রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে বিপুল সংখ্যক গ্রাহক খাবারদাবারের পিছনে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন। সবথেকে অবাক করার মতো বিষয়টি হল, এক ব্যক্তি আবার 25,000 টাকারও বেশি মূল্যের পিৎজ়া অর্ডার করেছেন।

2022 সালে Zomato-তে ₹28 লাখের খাবার অর্ডার করেছেন পুণের ব্যক্তি, আপনি কত টাকার?
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 2:04 PM
Share

Zomato Orders 2022: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আর একটা নতুন বছরকে স্বাগত জানাবে এই বিশ্ব। কিন্তু যে বছরটা ফেলে এলেন, কী-কী করলেন আর কী করলেন না, তার কি একটা হিসেব নিকেশ করে দেখেছেন? যদি বলি সারা বছরে আপনি Zomato-তে কত টাকার খাবার অর্ডার করেছেন, বলতে পারবেন? এ বিষয়ে সম্প্রতি ফুড ডেলিভারি অ্যাপটি একটি রিপোর্ট প্রকাশ করেছে। Zomato-র বার্ষিক রিপোর্ট অনুযায়ী, দিল্লির এক ব্যক্তি চলতি বছরে মোট 3000 খাবার অর্ডার করেছেন। হিসেব কষলে দেখা যাচ্ছে, তিনি প্রতিদিন 9টা করে খাবার অর্ডার করেছিলেন। তার থেকেও আর একটি মজাদার ঘটনার কথা জানা গিয়েছে জ়োম্যাটো-র রিপোর্ট থেকে। পুণের এক ব্যক্তি 2022 সালে Zomato মোবাইল অ্যাপ থেকে মোট 28 লাখ টাকার খাবার অর্ডার করেছেন।

Zomato-র Year End রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে বিপুল সংখ্যক গ্রাহক খাবারদাবারের পিছনে মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন। সবথেকে অবাক করার মতো বিষয়টি হল, এক ব্যক্তি আবার 25,000 টাকারও বেশি মূল্যের পিৎজ়া অর্ডার করেছেন। না, অনেকক’টা পিৎজ়া নয়। তিনি কেবল একটা পিৎজ়ার পিছনেই এই মোটা অঙ্কের অর্থ ব্যয় করেছেন।

অনলাইন ফুড ডেলিভারি অ্যাপটি জানিয়েছে, পুণের এক বাসিন্দা চলতি বছরে Zomato থেকে মোট 28 লাখ টাকার খাবার অর্ডার করেছেন। খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করে জ়োম্যাটো লিখছে, “টুইটারের মোট মূল্যের মাত্র 36,42,17,44,48,38 টাকা কম।” পাশাপাশি সংস্থাটি আরও পরিসংখ্যান শেয়ার করেছে, বছরজুড়ে অর্ডারের ভিত্তিতে কী-কী রেকর্ড করেছেন গ্রাহকরা।

Zomato জানিয়েছে, দিল্লির এক ইউজার কোম্পানির অ্যাপ থেকে 3300 অর্ডার করেছেন চলতি বছরে। আর একজন ইউজার আবার কেবল কেকই অর্ডার করেছেন 1,098টি। শুধু তাই নয়। জ়োম্যাটো এ-ও জানিয়েছে যে, একজন ইউজার 2022 সালে এই ফুড ডেলিভারি অ্যাপটি থেকে 6.96 লাখ টাকার ডিসকাউন্টই পেয়ে গিয়েছেন।

সুরাটের এক জ়োম্যাটো ব্যবহারকারী যতবারই খাবার অর্ডার করেছেন, ততবারই চ্যাট সাপোর্টে গিয়ে ‘Thank You’ লিখেছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ ফুড ডেলিভারি অ্যাপটি। আর একটি মজাদার দিকও উঠে এসেছে Zomato-র এই বার্ষিক রিপোর্ট থেকে। 2022 সালে প্রতি মুহূর্তে 186টি করে বিরিয়ানি অর্ডার হয়েছে। প্রতিযোগী অ্যাপ Swiggy-র ক্ষেত্রেও এই একই পরিসংখ্যান নজরে এসেছে। বিরিয়ানির ঠিক পরেই রয়েছে মশালা ধোসা, চিকেন ফ্রায়েড রাইস, পনির বাটার মশালা, বাটার নান, ভেজ ফ্রায়েড রাইস, ভেজ বিরিয়ানি এবং তন্দুরি চিকেন।

Zomato-তে আপনি কত টাকার খাবার অর্ডার করেছেন, কীভাবে বুঝবেন?

Snackalytics নামক একটি Google Chrome এক্সটেনশন রয়েছে, যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন Zomato এবং Swiggy-র মতো ফুড ডেলিভারি অ্যাপগুলি থেকে আপনি কত টাকার খাবার অর্ডার করেছেন। কীভাবে এই ক্রোম এক্সটেনশন আপনি ব্যবহার করবেন?

1) আপনার ক্রোম ওয়েব স্টোর থেকে Snackalytics ক্রোম এক্সটেনশন ইনস্টল করে নিন।

2) এবার দুটি ভিন্ন ট্যাব খুলে Swiggy এবং Zomato-তে লগইন করুন।

3) তারপরে আপনাকে Snacklytics এক্সটেনশনে ট্যাপ করতে হবে এবং Analyze Orders অপশনে ক্লিক করুন।

4) ওই এক্সটেনশন যখন আপনার Swiggy এবং Zomato অর্ডারগুলি প্রসেস করবে, তখন আপনাকে একটি নতুন পেজে রিডিরেক্ট করা হবে। সেখানেই আপনি আপনার বছরের সমস্ত অর্ডারের খুঁটিনাটি জেনে নিতে পারবেন।