Panchayat Election 2023: জয়ের আনন্দের 'শিকার'১০০ মুরগি

Panchayat Election 2023: জয়ের আনন্দের ‘শিকার’১০০ মুরগি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 13, 2023 | 7:31 PM

ভোটে জেতার আনন্দের বলি অবলা প্রাণী। বিজেপির এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের মুরগির খামারে বিষ দিয়ে প্রায় একশোর কাছাকাছি মুরগিকে মেরে ফেলার অভিযোগ উঠল।

ভোটে জেতার আনন্দ করতে বাদ গেল না অবলা প্রাণী, মুরগির খামারের প্রায় একশোর কাছাকাছি মুরগিকে বিষ খাইয়ে মেরে ফেলা হলো বিজেপির বিগত এক পঞ্চায়েত মেম্বারের। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও, তৃণমূল এই ঘটনার কথা অস্বীকার করেছেন। অভিযোগ, গত 11 তারিখ রেজাল্ট বের হবার পরে মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌরীশাইল এই বুথটি তৃণমূল পুনরুদ্ধার করে। সেই রাতেই এলাকায় মিছিল সংঘটিত করে এলাকায় এলাকায় আবির খেলা ও বাজি ফাটাতে ফাটাতে উল্লাস করতে থাকে তারপর রাতের অন্ধকারে ভাগ্যশ্রী বিশ্বাসের মুরগির ফার্ম ফার্মের গেট ভেঙে জলের সঙ্গে বিষ মিশিয়ে একাধিক মুরগি মেরে ফেলা হয় সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখেন বেশ কিছু মুরগি তখন ছটফট করছে এবং কিছু মুরগি মৃত অবস্থায় পড়ে রয়েছে। স্বামী অসুস্থ রোজগার বলতে এই মুরগি পেলেই সংসার দিন যাপন করেন এই ধরনের ঘটনায় যথেষ্ট সমস্যায় পড়েছেন বিজেপি আশ্রিত এই পরিবারটি। এই ঘটনা প্রসঙ্গে নতুন মেম্বার ফাল্গুনী মন্ডল তিনি বলেন আমরা কাউকে দোষারোপ করতে পারব না ভাবনা তো কেউ কাউকে আটকাতে পারবেনা, আমি শুনবার পর গিয়েছিলাম তবে তদন্ত করলেই বোঝা যাবে কারা ঘটনাটা ঘটিয়েছে।