RBI on 2000 Rupee Note: ২০০০-এর নোট বাতিল নিয়ে কী প্রতিক্রিয়া অটোচালক, বাস চালকদের?

RBI on 2000 Rupee Note: ২০০০-এর নোট বাতিল নিয়ে কী প্রতিক্রিয়া অটোচালক, বাস চালকদের?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 20, 2023 | 6:50 PM

বাস বা অটো ভাড়া দিতে কেউ যদি ২ হাজার টাকার নোট দেন, তাহলে অন্য দিক থেকে কী প্রতিক্রিয়া আসতে পারে? না, অত বড় নোট এর কারবার তাঁদের নয়। বলছেন বাস ট্যাক্সি অটো চালক কন্ডাক্টররা। অটোচালক,বাস চালকদের আবার অভিমত অন্য। তাঁদের সমস্যা খুচরো টাকা নিয়ে। সুতরাং এঁরা বলছেন ১০-২০ টাকার নোট নিয়ে বরং ভাবনা-চিন্তা হলে তাঁদের সুরাহা হয়

মাত্র ৭ বছরের মধ্যেই ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত। সরকারের এই সিদ্ধান্তে কতটা প্রভাব পড়েছে বাস চালক থেকে অটোচালক বা ট্যাক্সিচালকদের ওপর? টিভি৯ বাংলা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়ে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরল। বাস বা অটো ভাড়া দিতে কেউ যদি ২ হাজার টাকার নোট দেন, তাহলে অন্য দিক থেকে কী প্রতিক্রিয়া আসতে পারে? না, অত বড় নোট এর কারবার তাঁদের নয়। বলছেন বাস ট্যাক্সি অটো চালক কন্ডাক্টররা। অটোচালক,বাস চালকদের আবার অভিমত অন্য। তাঁদের সমস্যা খুচরো টাকা নিয়ে। সুতরাং এঁরা বলছেন ১০-২০ টাকার নোট নিয়ে বরং ভাবনা-চিন্তা হলে তাঁদের সুরাহা হয়। অনেক অটোচালক বলছেন তাঁরা শেষ ২ হাজার টাকার নোট কবে দেখেছে, তাঁদের মনেও নেই । তাঁদের নুন আনতে পান্তা ফুরায়।