FIFA World Cup 2022: কাতারেও বাঙালিয়ানা, বাঙালিদের ডেরায় পৌঁছে গেল TV9 বাংলা
কাতারে থাকা বাঙালিদের ডেরায় এবার আমরা, টিভি৯ বাংলা। কারণ আমরা বাঙালির কথা বলি। বাঙালিয়ানার কথা বলি।
মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে। সবচেয়ে বড় মিল হল, গাছের মত মানুষেরও শিকড় আছে। শিকড় উপড়ে ফেললে গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয়। কাতারে এসে আমাদের মনে পড়ে ওপার বাংলার কিংবদন্তি হুমায়ুন আহমেদের লেখা কয়েকটা লাইন। যখন মুখোমুখি হই মরুদেশের বাঙালিদের সঙ্গে।
তাঁরা বেদুইন নন। তাঁরা ভীষণভাবে ঘরোয়া। আরও ভালোভাবে বললে বিদেশ বিভুঁইয়ে থাকলেও ঘরে ফেরার গান শোনেন রোজ। কাতারে থাকা সেই বাঙালিদের ডেরায় এবার আমরা, TV9 Bangla। কারণ আমরা বাঙালির কথা বলি। বাঙালিয়ানার কথা বলি। সে তিনি কাতারে থাকুন বা ক্যালিফোর্নিয়ায়। কাতারের বাঙালি সমাজও আপনার আমাদের মতই এখন ফুটবল জ্বরে কাবু। আমরা কয়েক হাজার কিলোমিটার দূরে ব্রাজিল-আর্জেন্টিনার ঢাউস পতাকা লাগাচ্ছি। আর ওনারা তো একেবারে বিশ্বকাপের নিউক্লিয়াসে। কি বলছেন ওরা?
Latest Videos