Baikunthapur Rajbari: রাজবাড়িতে মনসা পুজো
বৈকন্ঠপুর রাজ পরিবারের প্রাচীন ঐতিহ্য মেনে শুক্রবার সকাল থেকে শুরু হল ঐতিহ্যবাহী মনসা পূজা।আগামী ৩ দিন ধরে চলবে এই পূজো। মনসা পূজো এবার ৫১৪ বছরে পা দিলো। পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে।
বৈকন্ঠপুর রাজ পরিবারের প্রাচীন ঐতিহ্য মেনে শুক্রবার সকাল থেকে শুরু হল ঐতিহ্যবাহী মনসা পূজা।আগামী ৩ দিন ধরে চলবে এই পূজো। মনসা পূজো এবার ৫১৪ বছরে পা দিলো। পুজোকে কেন্দ্র করে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে। এই পুজোর মূল আকর্ষণ হলো বিষহরি গান ও মেলা ।যা দেখতে ভীড় করে অন্য জেলার মানুষ ।আজ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে এই মেলা ও পুজো ।এই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মনসা পূজাতে অংশগ্রহণ করেন। পূজোর পাশেই বসেছে এক বিশাল মেলা । মেলাতে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের সম্ভার এখানে পাওয়া যায় ।শুক্রবার সকাল থেকেই এই পুজো ও মেলার দেখতে অনেক মানুষই ভিড় করেছেন। সকালে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পুজো অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন রাজবাড়ির সদস্য প্রণত কুমার বসু, পুত্রবধূ লিন্ডা বসু সহ অন্যান্যরা।