Panchayat Election 2023: তৃণমূল প্রার্থী ৯১ বছরের অনিল!
১৯৬২ সালে কংগ্রেসের হয়ে রাজনীতিতে হাতে খড়ি, ১৯৭৮ এ বাংলায় প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে জয়ী হোন । আর সেই জয়ের ধারা আজও অব্যাহত । সবং ব্লকের নারায়নবাড় ৭ নং অঞ্চল থেকে, প্রথম কংগ্রেসের টিকিটে জিতে প্রধান নির্বাচিত হোন, সেখান থেকেই পথচলা শুরু আজ পর্যন্ত হারতে শেখেননি
বয়সটা ৯১, আর বয়সটা যে শুধু সংখ্যমাত্র তা প্রমাণ করেন দিচ্ছেন সবংয়ের হরিহরপুরের শিক্ষক অনিল পাত্র। ৯১ বছর বয়সে আবারোও সবং পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী অনিল পাত্র, ৪৫ বছর ধরে ভোট রাজনিতিতে একবারও হারতে শেখে নি বলছেন এলাকার মানুষ। ১৯৬২ সালে কংগ্রেসের হয়ে রাজনীতিতে হাতে খড়ি, ১৯৭৮ এ বাংলায় প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে জয়ী হোন । আর সেই জয়ের ধারা আজও অব্যাহত । সবং ব্লকের নারায়নবাড় ৭ নং অঞ্চল থেকে, প্রথম কংগ্রেসের টিকিটে জিতে প্রধান নির্বাচিত হোন, সেখান থেকেই পথচলা শুরু আজ পর্যন্ত হারতে শেখেননি, সব সময় অপরাজিত, দীর্ঘদিন ধরে মানস ভূঁইয়ার সাথে রাজনীতি করতেন,২০১৫ সালে মানস রঞ্জন ভূঁইয়া কংগ্রেসে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, অনিল বাবুও দীর্ঘ ৪০ বছরের কংগ্রেসের সাথে সম্পর্ক ছেড়ে তৃণমূলে যোগদান করেন। ২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত সমিততে জয়লাভ করেন, সবং পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মধ্যক্ষ হোন, এবারও পঞ্চায়েত সমিতিতে টিকিট পেয়েছেন , এবার ১৯ নং সবং পঞ্চায়েত সমিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। জয়ের ব্যাপারে তিনি নিজে ৮০ শতাংশ আশাবাদী, কিন্তু এলাকার মানুষ থেকে বিরোধীদল কংগ্রেস নেতৃত্ব বলছেন উনি জিতবেন ১০০% । বিরোধীরা বলছেন অনিল বাবু এমন কাজের মানুষ যে কোন দলের প্রার্থী হলে উনি জীতবেন, কারন উনি দল দেখেন না সবার কাজ করেন, পেশায় শিক্ষক ছিলেন ১৯৯৫ সালে অবসর গ্রহন করেছেন, প্রত্যন্ত গ্রাম থেকে আর বেরিয়ে আস্তে পারেন নি, থেকেই গেলেন মানুষের টানে ওই গ্রামে, স্মৃতির কথা বলতে গিয়ে কেঁদেও ফেলেন তিনি বলেন নীজের চোখের সামনে দেখেছি সিপিএমের অত্যচার। এখনো পায়ে হেটে হেটে প্রচার সারেন সঙ্গে রাখেন মুড়ি আর বাতাসা । আর তা দিয়েই চলে সারা দিনের কাজ ।