Digha News: দিঘায় বিশাল তেলিয়া ভোলা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 13, 2023 | 3:12 PM

Giant Fish Caught in Digha: সৈকত নগরীর দিঘা মোহনার লক্ষাধিক বেশি টাকায় বিক্রি হল বিশাল আকৃতি তেলিয়া ভোলা। শুক্রবার সকালে দিঘার সুজিত করের কাঁটায় নিলামে বিক্রি হয় বিশাল আকৃতি তেলিয়া ভোলা। মাছটি ওজন প্রায় ৬১ কেজি।

সৈকত নগরীর দিঘা মোহনায় লক্ষাধিক বেশি টাকায় বিক্রি হল বিশাল আকৃতি তেলিয়া ভোলা। শুক্রবার সকালে দিঘার সুজিত করের কাঁটায় নিলামে বিক্রি হয় বিশাল আকৃতি তেলিয়া ভোলা। মাছটি ওজন প্রায় ৬১ কেজি। কলকাতায় একটি কোম্পানি ১ লক্ষ ৬০ হাজার টাকায় মাছটি কিনে নেয়। তেলিয়া ভোলা মাছটি পারাদ্বীপের একটি মৎস্যজীবীর ট্রলারে ধরা পড়ে। মাছটি নিলামে জন্য দিঘা মোহনায় নিয়ে আসেন মৎস্যজীবীরা। মাাছের পটকা থেকে বিভিন্ন দামি ক্যাপসুল ও জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলে জানাগেছে। এই মাছের বিদেশে যথেষ্ট চাহিদাও রয়েছে।