Cycling in Israel: সাইকেল চালাতেও লাইসেন্স!
সংবাদের শিরোনামে ইজরায়েল। হামাস ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক খবরের শিরোনামে এনেছে এই দেশকে। ইজরায়েল সম্পর্কে কয়েকটি চমকপ্রদ তথ্য। খুব ছোট্ট এই দেশ। পশ্চিমবঙ্গের আয়তনের ৪ ভাগের ১ ভাগ ইজরায়েলের আয়তন। এই দেশ বিশ্বের একমাত্র ইহুদি জনগোষ্ঠীর দেশ।
সংবাদের শিরোনামে ইজরায়েল। হামাস ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক খবরের শিরোনামে এনেছে এই দেশকে। ইজরায়েল সম্পর্কে কয়েকটি চমকপ্রদ তথ্য। খুব ছোট্ট এই দেশ। পশ্চিমবঙ্গের আয়তনের ৪ ভাগের ১ ভাগ ইজরায়েলের আয়তন। এই দেশ বিশ্বের একমাত্র ইহুদি জনগোষ্ঠীর দেশ। এখানে যীশুখ্রীষ্টের জন্ম হয়। ইজরায়েলের নাগরিকত্ব পাওয়া খুব একটা সহজ।
কোনও ইজরায়েলির সন্তান অন্য দেশে জন্মালেও এই দেশের নাগরিকত্ব পেতে পারেন। ইজরায়েলের সেনাবাহিনীতে মহিলাদের যোগদান গুরুত্বপূর্ণ। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম বিমান বাহিনী এই দেশে। শক্তিশালী এই বিমান বাহিনী মুহূর্তের মধ্যে শত্রুকে প্রত্যাঘাত করতে পারে। প্রাচীন ভাষা হিব্রু এই দেশের জাতীয় ভাষা। এখানে যোগাযোগের অন্যতম মাধ্যম সাইকেল। সাইকেল আরোহীদের নিতে হয় লাইসেন্স। লাইসেন্স ছাড়া এই দেশে সাইকেল চালানো যায় না। দুনিয়ার হিরের বাজারে উল্লেখযোগ্য স্থান ইজরায়েলের। এখানে হিরে কাটা ও পালিশ করা হয়।