Viral Video: দাঁতের দমে উঠল সাইকেল

Viral Video: দাঁতের দমে উঠল সাইকেল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 20, 2023 | 3:54 PM

এক ব্যক্তি দাঁতে করে একটি সাইকেল তুললেন। হাতে সাইকেল তোলা যায় কিন্তু দাঁত দিয়ে সাইকেল তোলা! । মুখের কথা নয়। কিন্তু এনার কাছে তা-ই যেন জলভাত।

এক ব্যক্তি দাঁতে করে একটি সাইকেল তুললেন। হাতে সাইকেল তোলা যায় কিন্তু দাঁত দিয়ে সাইকেল তোলা! । মুখের কথা নয়। কিন্তু এনার কাছে তা-ই যেন জলভাত। সত্যিই তিনি যেন অসম্ভবকে সম্ভব করে দেখালেন। কীভাবে তিনি এই অসম্ভবকে সম্ভব করলেন? দেখা গেল, তিনি তাঁর সাইকেলের কেরিয়ারে একটি কাপড় বাঁধলেন। তারপর সেই কাপড়টা মুখ দিয়ে টেনে ধরে সাইকেলটাকে আস্তে আস্তে উপরের দিকে তুললেন। আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন এমন কাণ্ডে অবাক। মুখে করে এতটা ভারী বস্তু তোলা যথেষ্ট কষ্টকর। ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই তা আবার মুখ থেকে নামিয়েও দিলেন। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রায় ২০ লাখেরও বেশি ভিউ পেয়েছে ভিডিয়োটি। অবাক কাণ্ডটি দেখার পর বহু মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে মজা করে বলেছেন, ‘আপনার টুথপেস্টে কি সিমেন্ট আছে?’