Square Wheel Cycle: বৃত্তাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকায় চলছে এই সাইকেল

Square Wheel Cycle: বৃত্তাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকায় চলছে এই সাইকেল

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 20, 2023 | 3:42 PM

উদ্ভাবন হল, সাইকেলের বর্গাকার চাকার। এখন এমনই এক সাইকেল বাজারে এসেছে। বৃত্তাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকায় চলছে এই সাইকেল।

উদ্ভাবন হল, সাইকেলের বর্গাকার চাকা। এখন এমনই এক সাইকেল বাজারে এসেছে। বৃত্তাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকায় চলছে এই সাইকেল । সের্গি গর্ডিয়েভ নামের এক ইঞ্জিনিয়ার এই সাইকেলটি তৈরি করেছেন। তিনি পরিচিত তাঁর ইউটিউব চ্যানেল Q-র জন্য। সেখানে নানাবিধ উদ্ভাবনী এবং প্রযুক্তি সংক্রান্ত ভিডিয়ো শেয়ার করা হয়। টুইটারে Massimo নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার হয়েছে। চৌকো চাকাতেই এই সাইকেলটি চলছে, দ্রুত বাঁকও নিচ্ছে। এটি চালাতে গিয়ে চালককে এক ফোঁটাও সমস্যার মুখে পড়তে হচ্ছে না। সের্গিয়ের সাম্প্রতিকতম এই প্রযুক্তি নেটপাড়াকে হতবাক করে দিয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। টুইটারে ৬.১ মিলিয়ন ভিউ হয়েছে ভিডিয়োটি।