Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Weather: গ্রীষ্মকালে কুয়াশায় মোড়া 'শীত'-এর সকাল!

Bangladesh Weather: গ্রীষ্মকালে কুয়াশায় মোড়া ‘শীত’-এর সকাল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 20, 2023 | 2:05 PM

বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলেই দিনভর কাঠফাটা গরম। এরই মধ্যে ময়মনসিংহ জেলায় ঘটে চলেছে এক অদ্ভুত ঘটনা। ভোরের ময়মনসিংহ দেখলে মনে হবে বোধহয় কুয়াশায় মোড়া শীতের সকাল। কয়েক হাত দূরেই কিছু দেখা যাচ্ছে না।

বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলেই দিনভর কাঠফাটা গরম। এরই মধ্যে ময়মনসিংহ জেলায় ঘটে চলেছে এক অদ্ভুত ঘটনা। ভোরের ময়মনসিংহ দেখলে মনে হবে বোধহয় কুয়াশায় মোড়া শীতের সকাল। কয়েক হাত দূরেই কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। কুমিল্লা,ফেনী, বাংলাদেশের আরও বেশ কয়েকটি এলাকায় ভোরের দিকে এমন আবহাওয়া দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন,যাকে কুয়াশা বলে মনে হচ্ছে,সেটি আসলে এক ধরনের মেঘ। আবহাওয়াবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘লো ক্লাউড’ বা নীচু মেঘ। সাধারণত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেড়ে গেলে এই ধরনের মেঘের সৃষ্টি হয়। শুধু বাংলাদেশে নয়,মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশেও এই ধরনের আবহওয়া দেখা যাচ্ছে। ‘গ্রীষ্মকালীন কুয়াশা’ নিয়ে বিভিন্ন গবেষণাও চলছে। সারা দিন প্রচণ্ড দাবদাহের কারণে জলাশয় ও নদ-নদী থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়। বাতাসে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকায়,ওই জলীয় বাষ্প শুষে নেয় শুষ্ক বাতাস। কিন্তু,সন্ধ্যার পর থেকে বাতাসে আর্দ্রতা বাড়তে থাকে। ভোরের দিকে বাতাসে বাষ্পের পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায়। ভোরে সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে বাতাসে থাকা ওই অতিরিক্ত জলীয় বাষ্প কুয়াশার মতো ভাসতে থাকে। তাপমাত্রার ওঠানামা বেশি হলেই এই ধরনের কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়।