Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Life Span: করোনায় কমছে গড় আয়ু!

Life Span: করোনায় কমছে গড় আয়ু!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 20, 2023 | 1:49 PM

বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ বছর ৩ মাস। একবছর আগে বাংলাদেশের মানুষের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর ৮ মাস। দেশবাসীর গড় আয়ু আগের তুলনায় কিছুটা কমে গিয়েছে।

বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ৭২ বছর ৩ মাস। একবছর আগে বাংলাদেশের মানুষের মানুষের গড় আয়ু ছিল ৭২ বছর ৮ মাস। দেশবাসীর গড় আয়ু আগের তুলনায় কিছুটা কমে গিয়েছে। দেশবাসীর গড় আয়ু সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। BBS-এর শীর্ষ আধিকারিকেরা দেশবাসীর গড় আয়ু কমার ব্যাখ্যা দেন। কোভিড ও কোভিড–পরবর্তী নানা জটিলতার ফলে মানুষের মৃত্যুর হার বেড়ে গিয়েছে। মৃত্যুজনিত কারণেই গড় আয়ু কমেছে। ২০২০ ও ২০২১ সালে সবমিলিয়ে বাংলাদেশে ২৮ হাজার ৭২ জন মানুষের কোভিডে মৃত্যু হয়েছে। এছাড়া কোভিড–পরবর্তী নানা জটিলতায় আরও মানুষের মৃত্যু হয়েছে । BBS-এর তরফে জানানো হয়,প্রত্যাশিত গড় আয়ু বলতে দেশের সব মানুষের সাধারণ গড় আয়ু বোঝায় না। সাধারণভাবে বলা যায়,আজ যে শিশুটি জন্মগ্রহণ করবে,তার প্রত্যাশিত গড় আয়ু ৭২ বছর ৩ মাস। প্রত্যাশিত গড় আয়ু কমার পাশাপাশি বাংলাদেশে মৃত্যুর হারও তুলে ধরা হয়েছে। কিছু ক্ষেত্রে মৃত্যু হার বেড়েছে। যেমন স্থূলতার কারণে মৃত্যুর হার প্রতি হাজারে ৫.৭ %। ২০২০ সালে এই হার ছিল ৫.১ %। ২০২১ সালের হিসাবে, প্রতি এক লক্ষ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে ১৬৮ জন মা মারা যান। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১৬৩ জন। বাংলাদেশে এক বছর বয়সি প্রতি এক হাজার শিশুর মধ্যে গড়ে ২২টি শিশুর মৃত্যু হয়, আগে এই সংখ্যা ছিল ২১। এক মাস বয়স হওয়ার আগেই মৃত নবজাতকের সংখ্যা প্রতি হাজারে ১৬।