Birbhum School Teacher News: শিক্ষক গ্রেফতার
বীরভূমের মুরারইয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের লাঠি দিয়ে মারধোর করার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল মুরারই থানার পুলিশ। ধৃতের নাম চিত্তরঞ্জন মন্ডল।
বীরভূমের মুরারইয়ে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের লাঠি দিয়ে মারধোর করার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল মুরারই থানার পুলিশ। ধৃতের নাম চিত্তরঞ্জন মন্ডল। গতকাল বীরভূমের মুরারই ভাদীশ্বর সি বি প্রাথমিক বিদ্যালযয়ের দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর বেশ ২০ – ২৫ জন পড়ুয়াকে লাঠি দিয়ে বেধড়ক মারধোর করেন স্কুলের শিক্ষক চিত্তরঞ্জন মণ্ডল। বিষয়টি পড়ুয়ারা তাদের বাড়িতে জানালে প্রহৃত পড়ুয়াদের অভিভাবকেরা স্কুলে এসে শিক্ষকের উপর চড়াও হয়। মারধোরও করা হয় অভিযুক্ত শিক্ষককে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুরারই থানার পুলিশ। পুলিশ মারমুখী অভিভাবকদের কাছ থেকে ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নামে একজন পড়ুয়ার আবিভাবক দেবনাথ বীরবংশী মুরারই থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগে দায়ের করেন। আজ ধৃত শিক্ষককে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে।