Kolkata beatboxers: মুখই যখন মিউজিক আবার মুখই যখন লাউডস্পিকার!
বিট বক্সিং শুরু হয়েছিল আশির দশকের প্রথম দিকে, যুক্তরাষ্ট্রে। হিপহপের পঞ্চম এলিমেন্ট হিসেবে।
তবলাবাদক বিক্রম ঘোষ গাল বাজাতে পারেন। তবে এঁরা গোটা মুখ বাজিয়ে ফেলতে পারেন। সে সব মিউজিক পাল্লা দিতে পারে প্রথাগত বাদ্যযন্ত্রের সঙ্গেও। শহরের সুরের সঙ্গে মুখের সুরের তাল মেলাতে সময় লাগলেও, ওঁরা হাল ছাড়েনি। মুখ দিয়ে সুরের এমন শব্দের ইংরেজি নাম বিট বক্সিং। বিট বক্সিং শুরু হয়েছিল আশির দশকের প্রথম দিকে, যুক্তরাষ্ট্রে। হিপহপের পঞ্চম এলিমেন্ট হিসেবে। তবে এখন পৃথিবীতে এটি আলাদা সংগীতমাধ্যম রূপে গণ্য। বিট বক্সিং একটা কঠিন কাজ। মুখ দিয়ে কথা বলার এতটা সহজ নয়। যাঁরা এই মিউজিকে নিজেদের চিনিয়ে ফেলেছে, শহর কলকাতার বুকে এমন বিটবক্সারদের খোঁজ নিল Tv9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী। ক্যামেরায় নন্দন পাল।
Latest Videos