FIFA World Cup 2022: সাইকেলে চেপে আর্জেন্টিনা থেকে কাতারে মেসির সমর্থক, TV9 বাংলার মুখোমুখি তিনি

FIFA World Cup 2022: সাইকেলে চেপে আর্জেন্টিনা থেকে কাতারে মেসির সমর্থক, TV9 বাংলার মুখোমুখি তিনি

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 22, 2022 | 10:00 PM

নামটা যখন হয় মেসি, তখন সে দেশের ফুটবলভক্তের কাছে ১৩ হাজার ন'শো পাঁচ কিলোমিটার রাস্তা যেন মনে হয়, এতো এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট। কাতারে পৌঁছেই টিভি নাইন বাংলার প্রতিনিধি অভিষেক সেনগুপ্তর সামনে সেই আর্জেন্তেনীয় সমর্থক।

কালোর সোনার দেশে, পর্ব – ৯

দিন কয়েক আগেই প্রিয় দলের হার দেখে সহ্য করতে পারেননি জনৈক ইস্টবেঙ্গল সমর্থক। খেলা চলতে চলতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। চলে যান এ দুনিয়া ছেড়ে। শোকে ডোবে কলকাতা ময়দান। কলকাতা ময়দানে ফুটবল নিয়ে সমর্থকদের আবেগের সুনামি এ শহরের অজানা নয়। ইস্টবেঙ্গল-মোহনবাগান মানেই বাইপাস যেন দখলে চলে যায় লাল হলুদ আর সবুজ-মেরুন পতাকার দখলে। বারুইপুর থেকে বারাসত। কাতারে কাতারে তাঁরা যুবভারতী মুখী। ফুটবল তো সত্যি এক আফিমের নাম। যে নেশায় বুঁদ হয়ে কত মানুষ অভিভাবকের মৃত্যু শোকের মাঝে ধরা পড়ে হাজির হয়েছেন ময়দানে। প্রিয় দলের সমর্থনে।

আসলে আবেগ শব্দটা বোধহয় ফুটবলের কপিরাইট। সেই আবেগের ঢেউয়ে চেপে সাইকেল করে কাতারে হাজির এক আর্জেন্তেনীয় সমর্থক। চুল-দাঁড়িতে পাক ধরেছে বহুদিন আগে। শরীর ক্রমশ অশক্ত হচ্ছে। কিন্তু নামটা যখন হয় মেসি, তখন সে দেশের ফুটবলভক্তের কাছে ১৩ হাজার ন’শো পাঁচ কিলোমিটার রাস্তা যেন মনে হয়, এতো এসপ্ল্যানেড থেকে পার্ক স্ট্রিট। কাতারে পৌঁছেই টিভি নাইন বাংলার প্রতিনিধি অভিষেক সেনগুপ্তর সামনে সেই আর্জেন্তেনীয় সমর্থক। তাঁর পরিচয়? চলুন তাহলে গল্প শুনি।

Published on: Nov 22, 2022 09:34 PM