Effects Of PUBG: পাবজি খেলে মনোরোগের শিকার কিশোর

Effects Of PUBG: পাবজি খেলে মনোরোগের শিকার কিশোর

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 22, 2023 | 4:49 PM

পাবজি খেলে মনোরোগের শিকার কিশোর। সারা দিনে ১৫ ঘণ্টা মোবাইলে থাকত ১৫ বছরের এক ৭ম শ্রেণির পড়ুয়া। ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করত ফায়ার ফায়ার। কেঁপে উঠত হাত পা। ফোনের নেশায় বন্ধ করে খাওয়া দাওয়া।

পাবজি খেলে মনোরোগের শিকার কিশোর। সারা দিনে ১৫ ঘণ্টা মোবাইলে থাকত ১৫ বছরের এক ৭ম শ্রেণির পড়ুয়া। ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করত ফায়ার ফায়ার। কেঁপে উঠত হাত পা। ফোনের নেশায় বন্ধ করে খাওয়া দাওয়া। কাউন্সেলিংয়ে জানা যায় ১৫ ঘণ্টা পাবজি খেলত কিশোর। ধীরে ধীরে বাস্তব জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সে। রাজস্থানের আলওয়ারের ওই কিশোর তীব্র অবসাদের শিকার হয়। ছেলেটির বাবা রিক্সা চালক মা অন্যের বাড়িতে কাজ করেন। তাঁরা ছেলেকে ফোন কিনে দেন। তারপরই ওই কিশোর নাওয়া খাওয়া ভুলে অনলাইন গেমে মেতে ওঠে। একটি মানসিক হাসপাতালে তার চিকিৎসা চলছে। চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছে ওই কিশোর। চিকিৎসকরা বলছেন চিকিৎসা ও কাউন্সেলিংয়ে অবসাদ কাটিয়ে উঠবে কিশোর। কিছুদিন আগে পাবজি খেলতে গিয়ে এক পাকিস্তানি গৃহবধূর সঙ্গে এক ভারতীয় যুবকের প্রেম হয়। সন্তান সন্ততি নিয়ে পাকিস্তান থেকে ভারতে আসেন ওই মহিলা।