Siliguri White Tiger Death: সাদা বাঘের মৃত্যু
শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে ফের মৃত্যু হলো একটি রয়েল বেঙ্গল টাইগার শাবকের। বেঙ্গল সাফারি সূত্রে খবর, সাদা বাঘিনী কিকার এক শাবকে মৃত্যু হল। এই পার্কে দিন কয়েক আগে তার অন্য আরেকটি শাবকের মৃত্যু হয়েছিল। ফলে সাদা রয়েল বেঙ্গল টাইগার কিকার দুই শাবকেরই মৃত্যু হল।
Latest Videos