AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AC vs Cooler: এসি না কুলার, শরীরের জন্য ভাল কী?

AC vs Cooler: এসি না কুলার, শরীরের জন্য ভাল কী?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 12, 2023 | 1:25 PM

Share

অনেকে এসি বা কুলারের মধ্যে কোনটা নেবেন, তা ঠিক করে উঠতে পারছেন না। এসি ও কুলারের মধ্যে মূল ফারাকগুলি কী,আপনার শরীরের জন্য কোনটা ভাল,সেই তথ্যগুলি জেনে নিন। AC-র তুলনায় এয়ার কুলারের দাম অনেকটাই কম হয়।

অনেকে আবার এসি বা কুলারের মধ্যে কোনটা নেবেন,তা ঠিক করে উঠতে পারছেন না। এসি ও কুলারের মধ্যে মূল ফারাকগুলি কী,আপনার শরীরের জন্য কোনটা ভাল,সেই তথ্যগুলি জেনে নিন। AC-র তুলনায় এয়ার কুলারের দাম অনেকটাই কম হয়। এই মুহূর্তে আপনি যেখানে ২২,০০০ টাকার কমে এসি পাবেন না। মাত্র ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা খরচ করলেই আপনি একটা কুলার কিনতে পারবেন। এয়ার কুলারের জন্য আলাদা করে ইনস্টলেশনের প্রয়োজন হয় না। আপনি চাইলে যে কোনও জায়গায় তা রাখতে পারেন। এসি ইনস্টল করতে আপনাকে ইলেকট্রিশিয়ান ডাকতে হয়,তা সে স্প্লিট এসি হোক বা উইন্ডো এসি। স্প্লিট এসির ক্ষেত্রে ইনডোর এবং আউটডোর দুই ইউনিটেরই প্রয়োজন হয়। ঘর ঠান্ডা করার জন্য ডাস্ট ক্লিনারের মতো একাধিক ফিচার্স থাকে এসিতে , Air Cooler-এ এত ফিচার্স থাকে না। খুব সাধারণ ইভাপোরেটিভ কুলিং প্রিন্সিপালে কাজ করে এয়ার কুলার। Air Cooler কার্বন নিঃসরণ করে না। সেই জায়গায় একটা এসি উচ্চ মাত্রায় ক্লোরোফ্লুরোকার্বন নিঃসরণ করে। শ্বাসকষ্ট রয়েছে যে সব মানুষের,তাঁদের জন্য এয়ার কন্ডিশনার মোটেই ভাল নয়। তাঁদের এয়ার কুলার ব্যবহার করা উচিত। আর্দ্র জায়গায় কুলার সে ভাবে কাজ করতে পারে না, এসি সেখানেও ভাল ভাবে কাজ করে। এসি যতটা দ্রুততার সঙ্গে আপনার ঘর ঠান্ডা করবে,কুলার ততটা জলদি ঘর ঠান্ডা করতে পারবে না। AC-র তুলনায় একটা Cooler অনেক কম শক্তি খরচ করে। AC প্রতিদিন রক্ষণাবেক্ষণ করার দরকার হয় না। কুলারে আপনাকে প্রতিদিন জল ঢালতে হবে।