AC Without Electricity: বিদ্যুৎ ছাড়াই চলবে এসি
গরম থেকে মুক্তি পেতে অনেকেই এসি চালান। এমন একটি এসি আছে যার জন্য বিদ্যুৎ খরচ হবে না। এসি চালাতে লাগবে শুধু একটা ব্যাটারি আর সোলার প্যানেল। সোলার প্যানেলের সাহায্যে চার্জ করুন ব্যাটারিটি।
গরম থেকে মুক্তি পেতে অনেকেই এসি চালান। এমন একটি এসি আছে যার জন্য বিদ্যুৎ খরচ হবে না। এসি চালাতে লাগবে শুধু একটা ব্যাটারি আর সোলার প্যানেল। সোলার প্যানেলের সাহায্যে চার্জ করুন ব্যাটারিটি। এসির সঙ্গে যুক্ত করুন সোলার প্যানেল। সোলারের সাহায্যে ব্যাটারির মাধ্যমে এসি চালানোর প্রক্রিয়াকে ‘অফ গ্রিড’ বলে। দিনের বেলায় এসি চালাতে পারবেন সোলার প্যানেলের সাহায্যে। ব্যাটারি চার্জ করা থাকলে, রাতেও এসি চালাতে পারবেন। সৌর প্যানেলের সাহায্যে এসি চালাতে একটি ডিভাইসের দরকার হয়। সেই ডিভাইস DC-কে AC শক্তিতে রূপান্তরিত করে। অন গ্রিড সিস্টেম ব্যবহার করার জন্য অনুমতি নিতে হবে সরকারের থেকে। ১ টন এসি চালানোর জন্য 800mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারির দরকার। ১.৫ টন এসি চালানোর জন্য ৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারির দরকার।
Latest Videos