Mumbai Bridge Robbery: ৬০০০ কেজির সেতু চুরি
মুম্বইয়ের মালাদে চুরি হল ৬০০০ কিলোর একটি লোহার সেতু। ৯০ ফুট দীর্ঘ সেতুটি আদানি ইলেকট্রিকের। পশ্চিম মুম্বই শহরতলিতে ভারি বিদ্যুতের তার নিয়ে যাবার জন্য সেতুটি তৈরি হয়। গ্যাস কাটার দিয়ে কেটে সেতুটি চুরি করা হয়। সেতুটির মূল্য ২ লাখ টাকা। ২৬ জুন দেখা যায় সেতুটি নেই।
মুম্বইয়ের মালাদে চুরি হল ৬০০০ কিলোর একটি লোহার সেতু। ৯০ ফুট দীর্ঘ সেতুটি আদানি ইলেকট্রিকের। পশ্চিম মুম্বই শহরতলিতে ভারি বিদ্যুতের তার নিয়ে যাবার জন্য সেতুটি তৈরি হয়। গ্যাস কাটার দিয়ে কেটে সেতুটি চুরি করা হয়। সেতুটির মূল্য ২ লাখ টাকা। ২৬ জুন দেখা যায় সেতুটি নেই। মালাদের ব্যস্ত এলাকায় ওই সেতু। আদানি ইলেকট্রিকের অভিযোগে তদন্তে নামে মুম্বই পুলিশ। পুলিশ ওই ব্রিজের কাছাকাছি একটি সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখে। ১১জুনের সিসি টিভি ফুটেজে দেখা যায় একটি গাড়ি গ্যাস কাটার নিয়ে ব্রিজের দিকে যাচ্ছে। পুলিশ জানিয়েছে ওই গ্যাস কাটার দিয়েই ব্রিজটি কাটা হয়েছে। পুলিশের আটক করে ব্রিজ চুরির সঙ্গে যুক্ত ৪ জন। তাদের মধ্যে একজন সেতুটির নির্মাণের বরাত পাওয়া সংস্থার কর্মী। ওই ব্যক্তি ও তার ৩ সহযোগী এখন পুলিশের জালে।
Latest Videos