Adhir Chowdhury News: যাদবপুরকাণ্ডে সরকারকে বিঁধলেন অধীর
মুর্শিদাবাদ এসে রাজ্য সরকারকে বিধলেন অধীর চৌধুরী যাদবপুর কাণ্ডে প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন এখানকার সরকার ব্যর্থ এখানে কোন আইন-শৃঙ্খলা নেই। সেই কারণে যাদবপুর এই ঘটনা ঘটেছে।
মুর্শিদাবাদ এসে রাজ্য সরকারকে বিধলেন অধীর চৌধুরী যাদবপুর কাণ্ডে প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন এখানকার সরকার ব্যর্থ এখানে কোন আইন-শৃঙ্খলা নেই। সেই কারণে যাদবপুর এই ঘটনা ঘটেছে। মানুষের পদক্ষেপে সরকার বাধ্য হয়েছে। মুখ্যমন্ত্রীর দায়িত্ব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া কিন্তু এর ওর ঘাড়ে দোষ না চাপিয়ে সরকারের ব্যর্থতা না ঢাকার চেষ্টা করে। দিদির সৌজন্যে দুর্নীতির আখড়া পরিণত হয়েছে কলেজগুলি। পাশাপাশি রাজ্য সরকারের অনুষ্ঠানে জেলায় আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। ভাড়া বাড়িতে থাকা পরিবারকে বাড়িতে দেওয়া প্রসঙ্গে নদীয়ায় কংগ্রেস কর্মীদের গুলি প্রসঙ্গে অধীর চৌধুরী বক্তব্য। মোদির আমলে দাঙ্গা বেড়েছে মনিপুরের আর্থিক অবস্থা খারাপ হয়েছে বাণিজ্য পালাচ্ছে বিদেশে। মোদির পরিবার বাদ মন্তব্য প্রসঙ্গে মণিপুরে এতদিনে মোদীর ঘুম ভাঙ্গলো।
Published on: Aug 15, 2023 04:28 PM
Latest Videos