Panchayat Election 2023: খাতা খুলল কুড়মি সমাজ
দুটি গ্রাম পঞ্চায়েতে খাতা খুলল আদিবাসী কুড়মি সমাজ। একটি পুরুলিয়ার ২ নং ব্লকের বেলমা এবং অন্যটি আড়শা থানার মানকিয়ারী। বেলমাতে মোট ১৭ টি আসনের মধ্যে দশটি দখল করেন সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা।
দুটি গ্রাম পঞ্চায়েতে খাতা খুলল আদিবাসী কুড়মি সমাজ। একটি পুরুলিয়ার ২ নং ব্লকের বেলমা এবং অন্যটি আড়শা থানার মানকিয়ারী। বেলমাতে মোট ১৭ টি আসনের মধ্যে দশটি দখল করেন সমাজ সমর্থিত নির্দল প্রার্থীরা। অন্যদিকে মানকিয়ারীর ১৪ টি আসনের মধ্যে ৯ টি দখল করে আদিবাসী কুড়মি সমাজের সমর্থন পাওয়া নির্দলরা। এই দুই গ্রাম পঞ্চায়েতেই তারা বোর্ড গঠন করবেন বলে জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। তিনি বলেন সবে মিলে আশিটি আসনে জয়ী হয়েছেন তারা। অনেকগুলো গ্রাম পঞ্চায়েত গঠনের ক্ষেত্রে আদিবাসী কুড়মি সমাজের প্রার্থীরা নির্ণায়ক হবে। তবে এদিন তিনি সাফ জানিয়ে দেন যে শাসক দল তৃণমূলকে সমর্থন করবে না আদিবাসী কুড়মি সমাজ।
Latest Videos