Basirhat Hingalganj News: বিজেপিকে ঘরে ফেরাচ্ছে তৃণমূল!

Basirhat Hingalganj News: বিজেপিকে ঘরে ফেরাচ্ছে তৃণমূল!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 26, 2023 | 5:45 PM

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভায় বিরোধীরা ধরাশায়ী হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলে বিজেপি সহ অন‍্যান‍্য বিরোধী প্রার্থীরা পরাজিত হয়েছেন। শাসক দলের উদ্যোগে বিরোধী দলের ৩০ জন ঘরছাড়া ফিরলো বাড়িতে।

বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম সভায় বিরোধীরা ধরাশায়ী হয়েছে। বিশেষ করে ওই অঞ্চলে বিজেপি সহ অন‍্যান‍্য বিরোধী প্রার্থীরা পরাজিত হয়েছেন। তারা ভোট বাক্সে তেমন সাড়া ফেলতে পারেনি। বিপুল ভোটে তৃণমূল-কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলাফল বেরোনোর পর থেকেই বিরোধী দলের পরাজিত প্রার্থী ও কর্মীরা কেউ কেউ আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়া ছিলেন। কোথাও আবার বাড়ি ভাঙচুরেরও অভিযোগ তুলেছে শাসক দলের নেতা, কর্মী ও সমর্থকরা। এই অভিযোগে হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাটি পূর্ব পাড়ার ১৫০ নম্বর বুথের পরাজিত বিজেপি প্রার্থী মাধবী মন্ডল ও তার স্বামী ছেলে নিয়ে গ্রাম ছাড়া হয়েছিলেন। তার অভিযোগ ছিল, শাসকদলের নেতা, কর্মী ও সমর্থকরা তার বাড়ি ভাঙচুর করেছে, ভয় দেখাচ্ছে ও জমিতে ধানের বীজ ফেলতে দিচ্ছে না। সেই অভিযোগ পেয়ে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং দল প্রাক্তন মন্ত্রী রবি শংকর প্রসাদের নেতৃত্বে প্রতিনিধিরা ওই বাড়িতে যায়। কিন্তু এই অভিযোগ মানতে নারাজ শাসক দলের নেতারা। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার মহিলা সংগঠনের সভাপতি অর্চনা মৃধা ও তৃণমূলের হিঙ্গলগঞ্জ ব্লক সভাপতি তথা হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী শহিদুল্লাহ্ গাজী সহ তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা এদিন আক্রান্ত বিজেপি প্রার্থী ও কর্মীদের বাড়িতে যান। বেশ কয়েকটা বাড়ি পরিদর্শন করেন তারা। আশ্বাস দেন আপনারা নির্ভয়ে, বাড়িতে ফিরুন আমরা সবাই মিলেমিশে এখানে একসঙ্গে থাকি। যে যার মতো শান্তিপূর্ণভাবে বসবাস করুন। পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী শহীদুল্লাহ গাজী বলেন, “ছয় সাতটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বিজেপি নেতা কর্মী সমর্থকরা ৪০-৫০ টা বাড়ি ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দেখাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এখানে শাসক-বিরোধী সব দল একসঙ্গে বসবাস করি। শান্তিপূর্ণভাবে সুন্দরবনের প্রান্তিক মানুষ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সবাই একসঙ্গে থাকি।” রাজ্যের বিভিন্ন এলাকায় যখন ভোট পরবর্তী হিংসা অব্যাহত। সেখানে প্রত্যন্ত সুন্দরবনে শাসক দলের নেতৃত্বের উদ্যোগে গ্রাম ও বাড়ি ছাড়া ৩০ জন বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ফেরানোর এক অভিনব উদ্যোগ দেখা গেল।