Daspur Drinking Water Crisis: ১ হাতে বালতি, অন্য হাতে তালা!
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সরবেড়িয়া এক গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল গ্রাম পঞ্চায়েতের এলাকার রাধানগর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে, পি এইচ ই দপ্তরের পাইপ লাইনের মাধ্যমে তাদের গ্রামে জল পৌঁছাতো, বেশ কয়েক বছর ধরে পাইপ লাইন দিয়ে আর জল পড়ছে না, এর ফলেই জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে
বছরের পর বছর ধরে পানীয় জলের তীব্র সমস্যা, ভোটের আগে প্রতিশ্রুতি ভোট ফুরালে দেখা নেই নেতাদের। অবশেষে হাতে বালতি নিয়ে, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের তালা দিয়ে বিক্ষোভ গ্রামবাসীর। গ্রাম পঞ্চায়েতে আটকে পঞ্চায়েত কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের সরবেড়িয়া এক গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল গ্রাম পঞ্চায়েতের এলাকার রাধানগর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে, পি এইচ ই দপ্তরের পাইপ লাইনের মাধ্যমে তাদের গ্রামে জল পৌঁছাতো, বেশ কয়েক বছর ধরে পাইপ লাইন দিয়ে আর জল পড়ছে না, এর ফলেই জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। একাধিকবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়ে মিলেছে শুধু আশ্বাস কাজের কাজ কিছুই হয়নি, এদিকে দিন যত গড়াচ্ছে পানীয় জলের তীব্র সংঙ্কট দেখা দিচ্ছে। এমনই অভিযোগ তুলে আজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা দিয়ে বিকেল নাগাদ বিক্ষোভ শুরু করেছে, রাধানগর পূর্বপাড়া গ্রামের ৮-১০ টি পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার পুলিশ। যদিও এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকান্ত শাসমল বলেন আমরা এই নতুন দায়িত্বভার গ্রহণ করেছি, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করব।