Yashwant Sinha Quits Trinamool: রাষ্ট্রপতি নির্বাচনের আগে তৃণমূল ছাড়লেন যশবন্ত সিনহা

TV9 Bangla Digital | Edited By: সৌরভ পাল

Jun 21, 2022 | 3:59 PM

কী হতে চলেছে বিরোধীদের পরিবর্তিত পরিকল্পনা? মঙ্গলবার দিল্লিতে পওয়ার বৈঠকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Follow Us

নয়া দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে কে হবেন বিরোধীদের প্রার্থী? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সর্বসম্মতিক্রমে প্রার্থী হন এনসিপি নেতা শরদ পওয়ার। কিন্তু তিনি রাজি নন। বিকল্প হিসেবে তৃণমূলের তরফে আরও দুটি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রথম জন অবিভক্ত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। দ্বিতীয় জন সিঙ্গুর আন্দোলনের মতো উত্তাল সময়ে বাংলার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। পরে তিনি কিছু সময়ের জন্য বিহারেরও রাজ্যপাল ছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার সকালে মতুন চমক। বৃহত্তর জাতীয় স্বার্থে এবং উন্নততর বিরোধী ঐক্যের জন্য তৃণমূল ছাড়ার কথা টুইট করেন যশবন্ত সিনহা। শোনা যাচ্ছে, তাঁকেই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী করা হতে পারে। মঙ্গলবার বিকালের বৈঠকে সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা, এমনটাই খবর সূত্রের। 

 

নয়া দিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে কে হবেন বিরোধীদের প্রার্থী? মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন সর্বসম্মতিক্রমে প্রার্থী হন এনসিপি নেতা শরদ পওয়ার। কিন্তু তিনি রাজি নন। বিকল্প হিসেবে তৃণমূলের তরফে আরও দুটি নামের প্রস্তাব দেওয়া হয়। প্রথম জন অবিভক্ত জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুখ আবদুল্লা। দ্বিতীয় জন সিঙ্গুর আন্দোলনের মতো উত্তাল সময়ে বাংলার রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। পরে তিনি কিছু সময়ের জন্য বিহারেরও রাজ্যপাল ছিলেন। এমতাবস্থায় মঙ্গলবার সকালে মতুন চমক। বৃহত্তর জাতীয় স্বার্থে এবং উন্নততর বিরোধী ঐক্যের জন্য তৃণমূল ছাড়ার কথা টুইট করেন যশবন্ত সিনহা। শোনা যাচ্ছে, তাঁকেই বিরোধীদের সর্বসম্মত প্রার্থী করা হতে পারে। মঙ্গলবার বিকালের বৈঠকে সেই বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা, এমনটাই খবর সূত্রের। 

 

Next Video