FIFA World Cup: চমক দেখাল ক্যামেরুন, চ্যাম্পিয়ন ক্লিন্সম্যানরা
১৯৯০ সালের বিশ্বকাপের সবথেকে বড় চমক অবশ্য়ই ক্য়ামেরুন। আর্জেন্টিনাকে হারিয়ে তাদের যাত্রা শুরু হয়।
কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু হওয়ার আগে জেনে নিন ১৯৯০ সালের বিশ্বকাপের ইতিহাস। ব্রাজিল, ইতালির পর ১৯৯০ সালে তৃতীয় বার বিশ্বকাপ জিতেছিল পশ্চিম জার্মানি। সে বার তৃতীয় বার কাপ জেতার সুযোগ এসেছিল মারাদোনার আর্জেন্টিনার সামনেও। তবে, নামমাত্র গোলে হেরে তৃতীয় বার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই থেকে যায় আর্জেন্টিনার কাছে। ম্যাচের ৮৫ মিনিটে ব্রেহমের পেনাল্টি গোলে ফাইনাল ম্য়াচ জেতে জার্মানি। তবে তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনাল ম্য়াচে লালকার্ড দেখানোর ঘটনাও ঘটে।
৫২ ম্য়াচের বিশ্বকাপ চালু হওয়ার পরে, এই বিশ্বকাপেই সবচেয়ে কম ১১৫টি গোল হয়। সে বার প্রাক বিশ্বকাপের লড়াই থেকে উঠে আসা ২২টি দেশের সঙ্গে যুক্ত হয় আয়োজক ইতালি ও গতবারের চ্য়াম্পিয়ন আর্জেন্টিনা। ৮৬-র চ্য়াম্পিয়ন মারাদোনার আর্জেন্টিনা, ৯০-র প্রথম ম্য়াচেই হেরে যায় ক্য়ামেরুনের কাছে ০-১ গোলে। ১৯৯০ সালে ঘরের মাঠে ইতালি তৃতীয় হয়। চতুর্থ স্থান পায় ইংল্য়ান্ড। তবে সে বারের বিশ্বকাপের সবথেকে বড় চমক অবশ্য়ই ক্য়ামেরুন। আর্জেন্টিনাকে হারিয়ে তাদের যাত্রা শুরু হয়। তা থামে কোয়ার্টার ফাইনালে ইংল্য়ান্ডের বিপক্ষে ২-৩ গোলে হেরে।