Air India Pilot Recruitment: পাইলট হতে চান? নিয়োগ হবে এয়ার ইন্ডিয়ায়

Air India Pilot Recruitment: পাইলট হতে চান? নিয়োগ হবে এয়ার ইন্ডিয়ায়

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 30, 2023 | 2:03 PM

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১ হাজারেরও বেশি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এয়ার ইন্ডিয়ার পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্যেই এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। পাইলট ও প্রশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১ হাজারেরও বেশি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে। এয়ার ইন্ডিয়ার পরিষেবা আরও বাড়ানোর লক্ষ্যেই এই বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হবে। পাইলট ও প্রশিক্ষক পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাধিক ব্যবসায়িক বৃদ্ধির লক্ষ্যে ক্যাপ্টেন,ফার্স্ট অফিসার ও ট্রেনার পদে কর্মী নিয়োগ করা হবে। এয়ার ইন্ডিয়ার এ৩২০,বি৭৭৭ ও বি৭৩৭ বিমানে পাইলট পদে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি সংস্থার ব্য়প্তি বাড়ানোর জন্য প্রায় ৫০০টি বিমান কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসেই টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার মালিকানা অধিগ্রহণ করে। বর্তমানে এয়ার ইন্ডিয়া মোট ১৮০০ পাইলট রয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে ৪৭০টি এয়ারক্রাফ্ট কেনার বরাত দেওয়া হয় বোয়িং ও এয়ারবাস সংস্থাকে। বোয়িং ও এয়ারবাস- দুই সংস্থাই বিশ্বের অন্য়তম প্রধান দুটি যাত্রীবাহী বিমান প্রস্তুতকারক সংস্থা। এয়ার ইন্ডিয়ার বর্তমান পাইলটরা সংস্থার বেতন পরিবর্তন ও পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ১৭ এপ্রিল এয়ার ইন্ডিয়া সংস্থার তরফে সংস্থায় কর্মরত পাইলট ও কেবিন ক্রুদের জন্য বেতন পরিকাঠামোয় পরিবর্তন আনে। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান পাইলটস গিল্ড। তাদের দাবি,এই নতুন চুক্তির জন্য এয়ার ইন্ডিয়ার তরফে তাদের কোনও পরামর্শ নেওয়া হয়নি।