Salman Khan News: শাহরুখের কাছে হার স্বীকার করে নিলেন ভাইজান?

Salman Khan News: শাহরুখের কাছে হার স্বীকার করে নিলেন ভাইজান?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Apr 29, 2023 | 10:10 PM

‘পাঠান’ ছবির সাফল্যকে ছুঁতে পারল না সলমন খান অভিনীত ‘কিসি কি ভাই কিসি কি জান’। তবে ‘পাঠান’-এ তাঁর উপস্থিতি নিয়ে বহু জল্পনা হয়েছিল। এক শ্রেণির দাবি ছিল, সলমন খানের জন্যই এত হিট হয়েছে ছবি।

হার মানলেন সলমন?
‘পাঠান’ ছবির সাফল্যকে ছুঁতে পারল না সলমন খান অভিনীত ‘কিসি কি ভাই কিসি কি জান’। তবে ‘পাঠান’-এ তাঁর উপস্থিতি নিয়ে বহু জল্পনা হয়েছিল। এক শ্রেণির দাবি ছিল, সলমন খানের জন্যই এত হিট হয়েছে ছবি। এবার মুখ খুললেন ভাইজান। সাফ জানিয়ে দিলেন, শাহরুখ খানের থেকে ‘পাঠান’ সফল হওয়ার ক্রেডিট কেউ ছিনিয়ে নিতে পারবে না। নেটিজ়েনদের প্রশ্ন, তবে কি হার মেনে নিলেন ভাইজান?

জিয়া খান আত্মহত্যা মামলা আপডেট
জিয়া খান আত্মহত্যা মামলায় এবার নয়া মোড়। আদালতের নিশানায় এবার প্রয়াত অভিনেত্রীর মা। আদালতের বক্তব্য, অভিযোগকারিণী রাবিয়া খান বারবার বলেছেন, তদন্তকারী সংস্থা সঠিক পথে তদন্ত করেননি। প্রকাশ্যে এই মন্তব্যের ফলে অভিযোগকারিণী কার্যত নিজেই এই মামলাকে নষ্ট করে দিয়েছেন। এখানেই শেষ নয়, সুইসাইড নোট আদপে জিয়া লিখেছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিচারক।

অন্তঃসত্ত্বা অর্জুন-প্রেমিকা
আবারও বাবা হতে চলেছেন অভিনেতা অর্জুন রামপাল। অন্তঃসত্ত্বা তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেস। নিজেই শেয়ার করলেন বেবি বাম্পের ছবি। আগেও তাঁদের এক সন্তান ছিল। এবার দ্বিতীয়বার মা হতে চলেছেন বিখ্যাত এই মডেল। পোস্ট দেখা মাত্রই শুভেচ্ছা জানিয়েছে বলিউড।

বাথরুমে টিফিন করতেন প্রিয়াঙ্কা
মার্কিন মুলুকে ছাত্রজীবন কাটিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্ণবৈষম্যের শিকারও হতে হয়েছে তাঁকে। আত্মবিশ্বাস পৌঁছে গিয়েছিল তলানিতে। প্রিয়াঙ্কা জানিয়েছেন, বাথরুমে বসে টিফিন খেতেন তিনি। সহপাঠীদের সঙ্গে যাতে সাক্ষাৎ না হয় সে কারণেই এই ব্যবস্থা। নিজেকে গুটিয়ে নিতে মন চাইত, থাকতে চাইতেন অন্তরালে।

এ কী করলেন রণবীর!
বইপ্রকাশের এক অনুষ্ঠানে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানেই চেয়ারে আরাম করে খাচ্ছিলেন কালো কফি। কিন্তু একটু অন্যমনস্ক হতেই ঘটল বিপত্তি। কফির কাপ উল্টে গিয়ে ভিজিয়ে দিল রণবীরের প্যান্ট। অভিনেতার তখন বেজায় খারাপ অবস্থা।

এক হলেন রেখা-কবীর
কেটে গিয়েছে ৩৫ বছর—জীবন গিয়েছে চলে কুড়ি-কুড়ি বছরের পার… তবু সাক্ষাৎ হয়নি তাঁদের। সাক্ষাৎ হলেও হয়নি আলাপ। অবশেষে হল। জমকালো কাঞ্জিভরমে কবীরের বাহুলগ্না হয়ে ধরা দিলেন রেখা। আর তাতেই বেজায় খুশি কবীর বেদী। এই মিলনের নেপথ্যে, সাম্প্রতিক অতীতের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই হাজির হয়েছিলেন রেখা ও কবীর দু’জনেই।

মৃত্যুর তিন বছর পার
২৯ এপ্রিল, ২০২০… মৃত্যু হয়েছিল অভিনেতা ইরফান খানের। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি। মৃত্যুর তিন বছর পূর্ণ হল আজ অর্থাৎ শনিবার। সকাল থেকে সোশ্যাল মিডিয়া ইরফানময়। প্রিয় অভিনেতাকে স্মরণ করে নিচ্ছেন সকলে।

ট্রোলের মুখে বনি
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের থেকে টাকা নেওয়ায় ইডি-র নজরে এসেছিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। ইডির নির্দেশে সেই টাকা ফেরতও দিয়েছেন তিনি। কিন্তু ঘটনার বেশ কিছু দিন কেটে গেলেও ট্রোলিং থামেনি। সম্প্রতি তিনি গিয়েছিলেন দুবাই। সেখানকার ছবি দেখে নেটিজেনদের একটা বড় অংশের কটাক্ষ, “কুন্তলের টাকায় গেলেন?”

বিদেশে ‘পুষ্পা ২’-র শুট
সদ্য ‘পুষ্পা ২’ ছবির টিজার ও ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সেই ছবিরই শুট চলছে বর্তমানে। সম্প্রতি হায়দরাবাদে শুটের খবর মেলে। তবে এবার আর দেশের বুকে নয়, বিদেশে শুটিং শিডিউল স্থির করা হচ্ছে বলেই খবর। তবে লোকেশন সম্পর্কে এখনই নিশ্চিত কিছু জানাচ্ছে না দক্ষিণী সিনেপাড়া।