Air Pollution: বাড়ছে বায়ুদূষণ, কমজোর হচ্ছে শরীরের হাড়…

Ashad Mallick

Ashad Mallick |

Updated on: Mar 03, 2023 | 12:49 PM

Air Pollution: বাড়ছে বায়ুদূষণ, কমজোর হচ্ছে শরীরের হাড়...

মানুষ যত উন্নত হচ্ছে, ততই পরিবেশের অবস্থা খারাপ রূপ ধারণ করছে। আর সেই সঙ্গে বাড়ছে বায়ু দূষণের মাত্রা। বায়ুতে বিষাক্ত গ্যাসীয় ও সূক্ষ্ম ধূলিকনা মানুষের শ্বাস ক্রিয়াকে প্রভাবিত করে। কার্বন মনোক্সাইড গ্যাসটি মানুষের ফুসফুসে প্রবেশ করে, রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সিল হিমোগ্লোবিন গঠন করে। কিন্তু আপনি কি জানেন, আপনার শরীরে হাড়ের ক্ষয় হয়, বায়ু দূষনের ফলে। আপনি যত বেশি বায়ু দূষণযুক্ত শহর বা এলাকায় বাস করবেন, আপনার হাড় তত বেশি দুর্বল হবে। অস্টিওপোরোসিসের মতো দুরারোগ্য রোগ বাসা বাঁধবে আপনার শরীরে। হাড় এতটাই ভঙ্গুর হয়ে যাবে যে, সামান্য আঘাতেই তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ে, বিশেষত যাদের মেনোপজ হয়েছে। যেসব এলাকায় বিষাক্ত গ্যাস ও দূষণের মাত্রা বেশি, সেসব এলাকার মহিলাদের হাড় খুবই দুর্বল। বিশেষ করে গলা, মেরুদণ্ড এবং নিতম্বের। যত বেশি দূষণের বাড়বে, মহিলাদের হাড় ততই দুর্বল হতে থাকবে। যেসব শহরে বায়ু দূষণ বেশি, সেখানে হাড় ভাঙার ঝুঁকি বেশি। নাইট্রোজেন অক্সাইডের কারণে মেরুদণ্ডের হাড়সহ শরীরের অন্যান্য হাড়ের অনেক ক্ষতি হয়।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla