Aishwarya returns to Mumbai: পাপারাৎজিদের দেখে মিষ্টি হাসি, অবশেষে ‘ঘরে’ ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Aug 01, 2024 | 10:43 PM

Aishwarya returns to Mumbai: মেয়ে আরাধ্যাকে নিয়ে বিদেশে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ১৭ দিনের মাথায় ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বচ্চন বধূ। মা-মেয়ের মুখে লেগে হাসি, পাপারাৎজিদের দেখে মিষ্টি হাসিতে মন কাড়লেন দুজনেই। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মত, বিচ্ছেদ জল্পনায় বিন্দুমাত্র বিচলিত নন ঐশ্বর্য।

Follow Us

ফিরলেন ঐশ্বর্য
মেয়ে আরাধ্যাকে নিয়ে বিদেশে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ১৭ দিনের মাথায় ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বচ্চন বধূ। মা-মেয়ের মুখে লেগে হাসি, পাপারাৎজিদের দেখে মিষ্টি হাসিতে মন কাড়লেন দুজনেই। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মত, বিচ্ছেদ জল্পনায় বিন্দুমাত্র বিচলিত নন ঐশ্বর্য।

মুখ খুললেন কৌশাম্বী
মায়ের মৃত্যুর পর প্রায় এক মাস পর নিজের ছবি শেয়ার করলেন কৌশাম্বী। লিখলেন, “তুমি জানোই না তুমি কতটা শক্তিশালী যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।” ছবিটি তাঁকে তুলে দিয়েছেন তন্বী লাহা রায়। ‘মিঠাই’ ধারাবাহিক করার সময় থেকেই তন্বী ও কৌশাম্বী বেশ ভাল বন্ধু।

‘পরিণীতা’য় মেহুল কে?
সুপারহিট বাংলা ছবি ‘পরিণীতা’কে হিন্দি সিরিজ হিসেবে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আনছেন রাজ চক্রবর্তী। সেই সিরিজে স্ত্রী শুভশ্রীকে মেহুল হিসেবে কাস্ট করেননি রাজ। তবে কাকে বেছে নিলেন তিনি? হিন্দিতে এই ভূমিকায় থাকছেন অদিতি পোহানকর। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু হিন্দি ওটিটি দুনিয়ায় বেশ পরিচিত মুখ। জনপ্রিয় হিন্দি সিরিজ ‘আশ্রম’-এ দেখা গিয়েছে তাঁকে।

আরও এক বিবাহ-বিচ্ছেদ
বাংলা ছবির দুনিয়া জুড়ে শুধুই বিচ্ছেদের সুর। একের পর এক জুটির ঘর ভাঙার খবর আসছে। সে আঁচ ছড়িয়েছে ওপার বাংলাতেও। এবার আরও এক জনপ্রিয় অভিনেতার খবর সামনে এল। তিনি আর কেউ নন, বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ভিনধর্মে বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম অর্পিতা সমাদ্দার। কিছু সময় ধরেই শোনা যাচ্ছিল সম্পর্ক নাকি একেবারেই ভাল যাচ্ছে না তাঁদের। অবশেষে আশঙ্কাই সত্যি হল।

সৌমিতৃষার সিক্রেট

সৌমিতৃষা কুন্ডু, টলিউডের নতুন ক্রাশ। মিঠাই ধারাবাহিক থেকে বড়পর্দা, টাপটের সঙ্গে করছেন তিনি। ভক্তের সংখ্যা হাজার হাজার। সেই মনের মিঠাইয়ের মন জয় করতে চান? এবার উপায় বাতলালেন খোদ সৌমি, বললেন, আমার হৃদয়ে পৌঁছতে চান? খাবার নিয়ে আসুন। তবে এই তথ্য কারও অজানা নয়, কারণ সৌমিতৃষা বরাবরই বেশ ফুডি।

কোয়েলের ভালবাসা
প্রযোজক নিসপাল রানের জন্মদিন বলে কথা, আর সেখানে কোয়েল মল্লিকের পোস্ট থাকবে না তা কি হয়? বরের সঙ্গে বেশ কিছু বিদেশ ভ্রমণের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভ জন্মদিন জানালেন তিনি। পাশাপাশি সকলেই রানেকে এই বিশেষ দিনে শুভেচ্ছাবার্তায় ভরালেন।

চটলেন শঙ্কর চক্রবর্তী?
রটেছিল তাঁর মৃত্যু সংবাদ। বেজায় চটেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। খুবই রেগে গিয়ে বললেন, ““আমি বহাল তবিয়তে বেঁচে আছি, প্লিজ়! গুজব বন্ধ হোক।” আরও বলেন, “বহু যুগ আগে আমার একটি স্ট্রোক হয়েছিল। তাড়াতাড়ি সুস্থও হয়ে গিয়েছিলাম। এই তো আমি নিজেই আপনাদের ফোন করছি। বলছি ভাল আছি। বেঁচে আছি।”

কী খান রচনা?
সুন্দরী ও ফিট থাকতে এবিসি জুস খান রচনা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হওয়া পুরনো ভিডিয়োয় তেমনটাই জানালেন রচনা। দিদি নম্বর ওয়ান-এর সঞ্চালনা করা কালীন এই জুস থাকে তাঁর পোডিয়ামে। কিন্তু সেটি কীসের জুস তা জানাননি তারকা-সাংসদ।

সানির ছবিতে দিলজিৎ?
তৈরি হচ্ছে কালজয়ী ‘বর্ডার’ ছবির সিকুয়্যেল ‘বর্ডার ২’। সিকুয়্যেল ছবিতেও রয়েছেন সানি দেওল। কাস্ট লিস্টে নাকি যুক্ত হতে চলেছেন পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। এই সুখবরে উচ্ছ্বসিত দিলজিতের অনুরাগীরা।

ফিরলেন ঐশ্বর্য
মেয়ে আরাধ্যাকে নিয়ে বিদেশে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ১৭ দিনের মাথায় ছুটি কাটিয়ে দেশে ফিরলেন বচ্চন বধূ। মা-মেয়ের মুখে লেগে হাসি, পাপারাৎজিদের দেখে মিষ্টি হাসিতে মন কাড়লেন দুজনেই। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মত, বিচ্ছেদ জল্পনায় বিন্দুমাত্র বিচলিত নন ঐশ্বর্য।

মুখ খুললেন কৌশাম্বী
মায়ের মৃত্যুর পর প্রায় এক মাস পর নিজের ছবি শেয়ার করলেন কৌশাম্বী। লিখলেন, “তুমি জানোই না তুমি কতটা শক্তিশালী যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে শক্তিশালী হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না।” ছবিটি তাঁকে তুলে দিয়েছেন তন্বী লাহা রায়। ‘মিঠাই’ ধারাবাহিক করার সময় থেকেই তন্বী ও কৌশাম্বী বেশ ভাল বন্ধু।

‘পরিণীতা’য় মেহুল কে?
সুপারহিট বাংলা ছবি ‘পরিণীতা’কে হিন্দি সিরিজ হিসেবে এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে আনছেন রাজ চক্রবর্তী। সেই সিরিজে স্ত্রী শুভশ্রীকে মেহুল হিসেবে কাস্ট করেননি রাজ। তবে কাকে বেছে নিলেন তিনি? হিন্দিতে এই ভূমিকায় থাকছেন অদিতি পোহানকর। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু হিন্দি ওটিটি দুনিয়ায় বেশ পরিচিত মুখ। জনপ্রিয় হিন্দি সিরিজ ‘আশ্রম’-এ দেখা গিয়েছে তাঁকে।

আরও এক বিবাহ-বিচ্ছেদ
বাংলা ছবির দুনিয়া জুড়ে শুধুই বিচ্ছেদের সুর। একের পর এক জুটির ঘর ভাঙার খবর আসছে। সে আঁচ ছড়িয়েছে ওপার বাংলাতেও। এবার আরও এক জনপ্রিয় অভিনেতার খবর সামনে এল। তিনি আর কেউ নন, বাংলাদেশের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ভিনধর্মে বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম অর্পিতা সমাদ্দার। কিছু সময় ধরেই শোনা যাচ্ছিল সম্পর্ক নাকি একেবারেই ভাল যাচ্ছে না তাঁদের। অবশেষে আশঙ্কাই সত্যি হল।

সৌমিতৃষার সিক্রেট

সৌমিতৃষা কুন্ডু, টলিউডের নতুন ক্রাশ। মিঠাই ধারাবাহিক থেকে বড়পর্দা, টাপটের সঙ্গে করছেন তিনি। ভক্তের সংখ্যা হাজার হাজার। সেই মনের মিঠাইয়ের মন জয় করতে চান? এবার উপায় বাতলালেন খোদ সৌমি, বললেন, আমার হৃদয়ে পৌঁছতে চান? খাবার নিয়ে আসুন। তবে এই তথ্য কারও অজানা নয়, কারণ সৌমিতৃষা বরাবরই বেশ ফুডি।

কোয়েলের ভালবাসা
প্রযোজক নিসপাল রানের জন্মদিন বলে কথা, আর সেখানে কোয়েল মল্লিকের পোস্ট থাকবে না তা কি হয়? বরের সঙ্গে বেশ কিছু বিদেশ ভ্রমণের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় শুভ জন্মদিন জানালেন তিনি। পাশাপাশি সকলেই রানেকে এই বিশেষ দিনে শুভেচ্ছাবার্তায় ভরালেন।

চটলেন শঙ্কর চক্রবর্তী?
রটেছিল তাঁর মৃত্যু সংবাদ। বেজায় চটেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। খুবই রেগে গিয়ে বললেন, ““আমি বহাল তবিয়তে বেঁচে আছি, প্লিজ়! গুজব বন্ধ হোক।” আরও বলেন, “বহু যুগ আগে আমার একটি স্ট্রোক হয়েছিল। তাড়াতাড়ি সুস্থও হয়ে গিয়েছিলাম। এই তো আমি নিজেই আপনাদের ফোন করছি। বলছি ভাল আছি। বেঁচে আছি।”

কী খান রচনা?
সুন্দরী ও ফিট থাকতে এবিসি জুস খান রচনা বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হওয়া পুরনো ভিডিয়োয় তেমনটাই জানালেন রচনা। দিদি নম্বর ওয়ান-এর সঞ্চালনা করা কালীন এই জুস থাকে তাঁর পোডিয়ামে। কিন্তু সেটি কীসের জুস তা জানাননি তারকা-সাংসদ।

সানির ছবিতে দিলজিৎ?
তৈরি হচ্ছে কালজয়ী ‘বর্ডার’ ছবির সিকুয়্যেল ‘বর্ডার ২’। সিকুয়্যেল ছবিতেও রয়েছেন সানি দেওল। কাস্ট লিস্টে নাকি যুক্ত হতে চলেছেন পাঞ্জাবের জনপ্রিয় অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। এই সুখবরে উচ্ছ্বসিত দিলজিতের অনুরাগীরা।

Next Video