Alapan Bandopadhyay News: বানগড়, বাংলার এক ইতিহাস
South Dinajpur: রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তিয়ার খিলজী সমাধি, বাণগড়, আতাশাহের দরগা ঊষা অনিরুদ্ধের বিবাহের পাথরের কলাগাছ, পরিদর্শন করেন এবং প্রতিটি স্থানের ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর সম্পর্কে খোঁজ খবর নেন।
দক্ষিণ দিনাজপুর জেলার ঐতিহাসিক বানগড় পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনারের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়। ইতিহাস প্রসিদ্ধ বাণগড়, বক্তিয়ার খিলজির সমাধি এবং আতাশাহের দরগা পরিদর্শন করেন তিনি। গতকাল বিকেল সাড়ে ছয়টার দিকে গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন তিনি। এই পরিদর্শনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, মহকুমা শাসক পি প্রমথ, ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, ইতিহাস গবেষক ডঃ সমিত ঘোষ, বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা।
রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তিয়ার খিলজী সমাধি, বাণগড়, আতাশাহের দরগা ঊষা অনিরুদ্ধের বিবাহের পাথরের কলাগাছ, পরিদর্শন করেন এবং প্রতিটি স্থানের ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর সম্পর্কে খোঁজ খবর নেন। প্রতিটি ইতিহাস বিজড়িত স্থান সম্পর্কে বিশদে ব্যাখ্যা করেন ইতিহাস গবেষক ড.সমিত ঘোষ ও সুকুমার সরকার। পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বানগড় নিয়ে কথা বলেন। তবে ঠিক কি কারণে আলাপন বন্দ্যোপাধ্যায়ের এই পরিদর্শন তা প্রশাসনের তরফে পরিষ্কার ভাবে বলা হয়নি। তবে বিলুপ্ত হয়ে হয়ে যাওয়া বানগড় পরিদর্শনে রাজ্য হেরিটেজ কমিশনারের চেয়ারম্যান আসায় নতুন করে আশায় বুক বাঁধছে জেলাবাসী সহ ইতিহাসপ্রেমীরা। এবারে হয়তো বানগড়কে সংস্কার করা হবে।